কলকাতা: গোটা দেশজুড়ে তান্ডব চালাচ্ছে কোভিড-১৯। প্রতিটা দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। আর এই কারণে করোনার শৃঙ্খল ভাঙতে সরকারকে ফের একবার হাটতে হয়েছে লকডাউনের পথে। নতুন করে আরও একবার বন্ধ হয়েছে দেশের সমস্ত পরিষেবা। এক কথায় বলতে গেলে করোনায় কার্যত ভেঙে পড়েছে চিকিৎসা থেকে অর্থনৈতিক পরিকাঠামো সমস্ত কিছুই। শিক্ষার্থীরাও উদ্বেগের মধ্যে রয়েছে তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে। তবে কথায় আছে, সমস্ত খারাপের মধ্যেও একটা ভালো কিছু লুকিয়ে থাকে। আর সেই কারণে, এই কঠিন সময়েও যারা সরকারি চাকরির সন্ধান করছে তাদের জন্য রয়েছে একটি সুখবর।
সম্প্রতি Southern Railway তাদের বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই রেলওয়ে বিভাগে Act Apprentice এর বভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
চাকরির বিবরণ (Job Details)
১ জুন থেকে Southern Railway তাদের Act Apprentice এর শূন্য পদের জন্য আবেদনের প্রক্রিয়া চালু করবে। এই আবেদনের প্রক্রিয়া শেষ করা হবে আগামী ৩০ জুন। রেলের এই পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। প্রার্থীরা অনলাইনের https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618,1796 ঠিকানায় পেয়ে যাবে আবেদনের ফর্মটি।
পদ সংখ্যা (VACANCY)
Southern Railway তাদের Act Apprentice পদের একাধিক বিভাগে যোগ্য প্রার্থী নিয়োগ করতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফে বেশকিছু ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রেলের প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, Carriage Works, Perambur এর অধীনে Carriage & Wagon Works, Perambur, Railway Hospital/Perambur, ELECTRICAL WORKSHOP/PERAMBUR, LOCO WORKS/PERAMBUR, ENGINEERING WORKSHOP/ARAKKONAM, CHENNAI DIVISION –RS/AJJ, CHENNAI DIVISION –RS/AVD, CHENNAI DIVISION –RS/TBM, CHENNAI DIVISION –DSL/TNP, CHENNAI DIVISION –C&W/BBQ, CHENNAI DIVISION –RS/RPM-এ নিয়োগ করা হবে ৯৩৬ জন যোগ্য প্রার্থীদের।
Central Workshop Golden Rock এর অধীনে Central Workshop Ponmalai, Tiruchirappalli Division, Madurai Division -এ নিয়োগ করা হবে ৭৫৬ জন যোগ্য প্রার্থীদের।
অন্যদিকে Signal & Telecommunication Workshop, Podanur এর অধীনে Palghat & S&T Division Podanur, Signal & Telecommunication Podanur, Coimbatore, Trivandrum Division, Palghat Division, Salempur Division -এ নিয়োগ করা হবে ১৬৮৬ জন প্রার্থী।
বেতন (SALARY)
Southern Railway তরফে বেতনের মাপকাঠির কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে আরআরসি বিধি অনুসারে (RRC Rules) প্রার্থীদের বেতন ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
বয়সসীমা (Age Limit)
Southern Railway এর দেওয়া তথ্য অনুযায়ী, Act Apprentice শূন্য পদে চাকরির জন্য প্রার্থীদের ৩০.৬.২০২১ এর মধ্যে বয়সসীমা থাকতে হবে ১৫ থেকে ২৮ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Southern Railway এর বিজ্ঞপ্তিতে দেওয়া চাকরির জন্য মাধ্যমিক উত্তীর্ণর সঙ্গে আইটিআই (ITI) ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবে । এছাড়াও উচ্চ-মাধ্যমিকে পদার্থ বিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry) এবং জীববিজ্ঞান (Biology) নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.