সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬, ২৪০
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,২৮৪ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬, ২৪০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৪, ৮৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১২, ৫৫, ৯৩২ জন। গত ২৪ ঘন্টায় ১৮, ৬৪২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৪,০৪০)। তারপরেই রয়েছে কলকাতা (৩৮৪৯)। এরপরেই রয়েছে হাওড়া (১১২৬) ও দক্ষিণ ২৪ পরগনা (১১১৩) ।
সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ১৮৩০ (১৭৩৫) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬৭ (২৪১), কোচবিহারে ২২২ (২৬৮) , দার্জিলিং ৪৬২ (৪৪৬), কালিম্পং ৮ (৮০) , জলপাইগুড়ি ৩৮৫ (৩৯৭), উত্তর দিনাজপুরে ১১১ (১২৬), দক্ষিণ দিনাজপুরে ১১৭ ( ১৫৫), মালদহ ৮১ (৯৭), মুর্শিদাবাদে ১৭৬ (১৪৬), নদিয়া ৬৯৮ (৬৮২), বীরভূম ১৪৪ (১৬৬), পুরুলিয়া ২৭ (২৭), বাঁকুড়ায় ৩৩৩ (৪৩২), ঝাড়গ্রাম ১৭৮ (১৫৬), পশ্চিম মেদিনীপুর ৪৬৭ ( ৫৩৩), পূর্ব মেদিনীপুর ৫৪৮ (৪৯৫), পূর্ব বর্ধমান ৩৩৮ (৩১২), পশ্চিম বর্ধমান ২৮১ (২৩৮), হাওড়া ৮৩৫ ( ৮৪২), হুগলিতে ৬০৪ (৬০৪), উত্তর ২৪ পরগনায় ২৪৮২ (২৪৪১), দক্ষিণ ২৪ পরগনায় ৮৯০ ( ৮৯৫) জন আক্রান্ত হয়েছেন।
সুস্থতার হার বাড়ছে
শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য বেড়েছে। শুক্রবার এবং শনিবার সুস্থতার হার ছিল যথাক্রমে ৯০.৭০% এবং ৯১.৩২ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯১.৯৩%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.২৫%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.১৭ %-এ।
মৃত্যু হয়েছে ১৪২ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। একসপ্তাহ আগে এই সংখ্যাটা ছিল ১৫৬ জন। শনিবার ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার মৃত্যু হয়েছিল ১৪৫ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৫, ৪১০-তে।
কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪২৮ জনের
এদিন যে ১৪২ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ৩৩ কলকাতার বাসিন্দা। ৪৯ জন উত্তর ২৪ পরগনায়, ১৪ জন হাওড়া, ৮ জন করে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে, ৬ জন জলপাইগুড়ি, ৫ জন নদিয়ায় এবং ৩ জন করে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪২৮ জনের।
স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৭০, ৩১৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৬৩,৫১৮ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ২৩, ৭২, ১৩৪ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় এদিন আক্রান্ত চিহ্নিত হয়েছে ১১.০৪ %।