১৫ জুন পর্যন্ত বহাল থাকবে করোনা বিধিনিষেধ! বিজ্ঞপ্তি দিয়ে আরও কী জানাল নবান্ন

বাড়ল রাজ্যে বিধিনিষেধ। ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। তবে চটশিল্পে কর্মীদের উপস্থিতিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ উপস্থিতি থেকে বাড়িেয় ৪০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ শিল্পেও অনুমতি দেওয়া হয়েছে।

তবে কর্মীদের টিকাকরণ করিয়ে কাজ করাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই বিষয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে। রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। তবে জুটমিলে কর্মী সংখ্যা উপস্থিতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তার পরই জারি করা হল এই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুটমিলে প্রতি শিফটে মোট কর্মী সংখ্যার ৪০ শতাংশ কাজ করতে পারবেন। তবে মানতে হবে করোনাবিধি। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিল মালিক, সুপারভাইজার-সহ সবাইকে কোভিড বিধি মেনে মিল চালাতে হবে। রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে হবে। নির্দেশ না মানলে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হবে।

সংক্রমণ কমছে

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভাল। হাসপাতালে বেড মিলছে। অক্সিজেনের চাহিদাও অনেকটা কমেছে। তবে এখনও নিশ্চিন্ত হওয়ার সময় নয়। করোনা বিধি মেনে কাজ করতে হবে। সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। রাশ আলগা করা যাবে না। নইলে ফের সংক্রমণ বাড়তে পারে।

বাড়ল লকডাউন

আগামী ৩০ মে প্রথম দফার লকডাউন বা কড়া বিধিনিষেধ শেষ হওয়ার কথা রাজ্যে। তার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে কড়া বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৫ জুন পর্যন্ত রাজ্যে বহাল থাকবে কড়া বিধিনিষেধ। কেবল জুট শিল্পে কর্মীদের উপস্থিতি ৩০ থেকে ৪০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে। আর কোনওক্ষেত্রে কোনও ছাড় ঘোষণা করা হয়নি। সবটাই বহাল থাকবে। নির্মাণ শিল্পের ক্ষেত্রে কাজ করানো যেতে পারে তবে শ্রমিকদের টিকাকরণ করিয়ে নিতে হবে।

করোনা নিয়ন্ত্রণে লকডাউন

ইদের পরেই রাজ্যে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দোকান বাজার খোলার সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সবরকম গণপরিবহণ। কেবল মাত্র মেডিকেল ট্যাক্সি চলাচল করতে পারবে। সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
mamata banerjee announce corona restriction till 15 june notification done