মুম্বই: জার্সি নির্বাচনের ক্ষেত্রে পিছনের দিকে হাঁটা যেন বর্তমানে ভারতীয় ক্রিকেটের(Indian Cricket) নয়া ট্রেন্ড। সাম্প্রতিক অতীতে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ‘৯২ বিশ্বকাপের(WC 1992) জার্সিকে ফিরিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট। এবার WTC Final-এর জার্সি নির্বাচনেও ফের নব্বইয়ের দশকে ফিরে গেল তারা। আগামী মাসে সাউদাম্পটনে(Southampton) নিউজিল্যান্ডের(New Zeland) বিরুদ্ধে ‘৯০-এর রেট্রো জার্সি পরেই নামবে কোহলি অ্যান্ড কোম্পানি। শনিবার সেই জার্সির ঝলক প্রকাশ করলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)।
কোহলির দলের এই অলরাউন্ডার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আপার গায়ে চাপিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, ‘Rewind to 90’s T-shirt #lovingit #india’। অনুরাগীদেরও বেশ মনে ধরেছে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সি। যা অনুষ্ঠিত হতে চলেছে ১৮-২২ জুন। অস্ট্রেলিয়া সফরে আঙুলে চোট পাওয়া জাদেজা স্থগিত হয়ে যাওয়া ২০২১ আইপিএলের(IPL 2021) মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করেছেন বাইশ গজে। শুধু প্রত্যাবর্তনই নয়, বরং বলা ভালো জোরালো প্রত্যাবর্তন করেছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি ম্যাচে ২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন সিএসকে অলরাউন্ডার।
এরমধ্যে হর্ষল প্যাটেলের এক ওভারে জাদেজা সংগ্রহ করেছিলেন ৩৭ রান। ভারতীয় শিবিরের তুরুপের তাস জাদেজা-সহ ইংল্যান্ডগামী ভারতীয় স্কোয়াডের বাকিরা আপাতত মুম্বইয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে প্রাথমিকভাবে ২ জুন যুক্তরাজ্যে রোহিত-বিরাটদের পৌঁছনোর কথা থাকলেও তা একদিন পিছিয়ে গিয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship final) জন্য ৩ জুন যুক্তরাজ্যে(UK) পৌঁছবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)৷ শনিবার এমনটাই জানিয়েছে আইসিসি (ICC)৷ এরপরই বায়ো-সেফটি (bio-safety) পরিবশে ঢুকে পড়বে গোটা দল৷
গতকাল WTC Final-এর প্লেয়িং কন্ডিশনও ঘোষণা করে দিয়েছেন আইসিসি। এক মিডিয়া রিলিজে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র অথবা টাই হলে সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ডকে যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। একইসঙ্গে ফাইনালের রেগুলার ডে-তে সময় নষ্ট হলে তা পূরণ করার জন্য রিজার্ভ-ডে (Reserve Day) বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৮-২২ জুন অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ২৩ জুন দিনটিকে রিজার্ভ-ডে হিসেবে রাখা হয়েছে। এই জোড়া সিদ্ধান্ত ২০১৮ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা লগ্নেই গৃহীত হয়েছিল।’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.