জেলায় জেলায় করোনা সংক্রমণ নিম্নমুখী, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগ মৃত্যুতে

জেলায় জেলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হচ্ছে ঠিকই, কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু নিয়ে উদ্বেগ যাচ্ছে না কিছুতেই। শনিবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা ৮০ জনের মৃত্যু হয়েছে। অন্য সব জেলায় মৃতের ১ থেকে ৯-এর মধ্যে। তবে স্বস্তি এই যে সুস্থতার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। কমছে সক্রিয়ও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ১১ হাজারের সামান্য উপরে রয়েছে। বাংলায় ১১৫১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৩৫। উত্তর ২৪ পরগনায় ২৪৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় একটু কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৩৯৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৮৩৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৯২২৯২। শুধু এদিনই কলকাতায় ১৭৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৩৯৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৭২৫২৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৩৭৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৪৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৮৯২৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪৪১ জন। মৃত্যু হয়েছে মোট ৩৮৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৬৪৪৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৯৫০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪০৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৯৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৪৭১৮ জন। হাওড়ায় আক্রান্ত ৮৩৪১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। হুগলিতে ৬০৪ জন বেড়ে আক্রান্ত ৭১৩৩৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২৪১ জন, কোচবিহারে ২৬৮ জন, দার্জিলিংয়ে ৪৪৬ জন, কালিম্পংয়ে ৮০ জন, জলপাইগুড়িতে ৩৯৭ জন, উত্তর দিনাজপুরে ১২৬ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫৫ জন, মালদহে ৯৭ জন, মুর্শিদাবাদে ১৪৬ জন, নদিয়ায় ৬৮২ জন, বীরভূমে ১৬৬ জন, পুরুলিয়ায় ২৭ জন, বাঁকুড়ায় ৪৩২ জন, ঝাড়গ্রামে ১৫৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ৪৯৫ জন, পূর্ব বর্ধমানে ৩১২ জন, পশ্চিম বর্ধমানে ২৩৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Kolkata and North 24 pargana’s Corona death spread anxiety in West Bengal. All districts are in fear of Coronavorus infection.