• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মহিলাদের উপরেও নারকীয় অত্যাচার হয়েছে, বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্টে বিশেষ কমিটির

একেবারে সঠিক সময় বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় কমিটি। তাতে উল্লেখ করা হয়েছে মহিলাদের উপরেও নারকীয় অত্যাচার হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে এই বিশেষ প্যানেল। এদিকে আজই নবান্নে সাংবাদি বৈঠক করে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির উস্কানির অভিযোগ করা হয়েছে। বিজেিপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

বাংলায় ভোট পরবর্তী হিংসা

বাংলায় ভোট পরবর্তী হিংসা

বাংলায় বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হয়েছে। ২০০-র বেশি আসনে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১০০ পরোতে পারেনি। ৭৭টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। নন্দীগ্রাম ছাড়া সব হেভিওয়েট প্রার্থীই হেরেছে তৃণমূলের কাছে। তারপরেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আসতে থাকে। গ্রামছাড়া করা হয়েছে অসংখ্য বিজেপি কর্মীকে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেছিলেন অসমেএসে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০০ বিজেপি কর্মী। একাধিক বিজেপি কর্মী খুন হয়েছে বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

রিপোর্ট তলব কেন্দ্রে

রিপোর্ট তলব কেন্দ্রে

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছিল রাজ্যে। পাঠানো হয়েছিল মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিদেরও। এমনকী রাজ্যপাল নিজে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছিলেন। জেপি নাড্ডাও আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান। এই নিয়ে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি কর্মীরা। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিল বিজেপি এই কারণে।

স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট

স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট

বাংলায় ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছিল কেন্দ্র।তাতে ছিলেন মনিকা অরোরা, সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁরা পরিদর্শন ২০২১-এ বাংলা খেলা নাম দিয়ে একটি রিপোর্ট দমা গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডিকে। এই বিশেষ দলটি দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় পরিদর্শন করেছে। বিজেপি দাবি করেছিল ৬ বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তার সত্যতা যাতাইয়ে এই টিম ঘুরেছে এলাকাধিক এলাকা। তারপরে এই রিপোর্ট তৈরি করে জমা দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে মহিলা বিজেপি কর্মী সমর্থকদের উপরেও নারকীয় অত্যাচার হয়েছে বাংলায় ভোট পরবর্তী হিংসায়।

প্রোপাগান্ডা করছে বিজেপি

প্রোপাগান্ডা করছে বিজেপি

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। তিনি বলেছেন শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে রাজ্যপাল এবং কেন্দ্র এক যোগে আক্রমণ শুরু করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে বিজেপি বাংলার মানুষের রায় মেনে নিেত পারছে না। সেকারণেই শপথ নেয়া ২৪ ঘণ্টার মধ্যে বাংলায় টিম পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

English summary
Center probe committee submit report to MHA on post poll violence of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X