রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস কাড়ল আরও এক প্রাণ, কলকাতার পর বীরভূমে মৃত বৃদ্ধা

ব্ল্যাক ফাঙ্গাস কাড়ল আরও এক প্রাণ। এবার ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের বলি হলেন বীরভূমের করোনা আক্রান্ত এক বৃদ্ধা। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে ব্ল্যাক ফাঙ্গাস কেড়েছিল কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি এক আক্রান্তের প্রাণ। এদিন আরও পাঁচ জন আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে।

বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ৮৬ বছর বয়সী মহিলা চোকের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের একটি হাসপাতালে। সেখানেই পরীক্ষরা পর তিনি করোনা পজিটিভ হন। এরপর বাড়ি ফিরে তিনি ছিলেন আইসোলেশনে। তাঁর শারীরিত অবস্থান অবনতি হওয়ায় তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তির পর তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু তাঁর সুগার ছিল অত্যন্ত বেশি। মূত্রাশয়েও সংক্রমণ ছিল। ফলে চিকিৎসায় সেভাবে সাড়া মিলছিল না। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তাঁর চোখে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছিল। তারপর মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্তের শরীরে বাসা বাঁধছে ওই জীবাণু।

এ নিয়ে রাজ্যে মোট দু-জন ব্ল্যাক ফাঙ্গাসের বলি হলেন। এখন পর্যন্ত মোট ২৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংকটের মধ্যে এই কালো ছত্রাকের হানা চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে। মূলত চোখে সমস্যার মূলে রয়েছে ব্ল্যাখ ফাঙ্গাস। ডায়বেটিসের সমস্যা থাকলেও বেশি কালো ছত্রাকে সংক্রমিত হচ্ছেন।

More BLACK FUNGUS News  

Read more about:
English summary
Black Fungus affected old woman is died at Birbhum after an incident of Kolkata.
Story first published: Saturday, May 29, 2021, 22:47 [IST]