কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ সোমবার
শনিবার আইএমডি সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ মে সোমবার কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। তারপরই বর্ষা শুরু হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে সেখানে। কেরালা দিয়ে প্রবেশ করেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গোয়া হয়ে দেশের মধ্য ও উত্তরাংশে ছড়িয়ে পড়বে। বর্ষণমুখর হয়ে উঠবে দেশ।
কেরালায় যেহেতু একদিন আগেই প্রবেশ করছে বর্ষা
কেরালায় বর্ষা আসার স্বাভাবিক তারিখ ১ জুন এবং সেই হিসেবে গোয়ায় ৬ জুন বৃষ্টি শুরু হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। আইএমডির আবহবিদরা জানিয়েছেন, কেরালায় যেহেতু একদিন আগেই প্রবেশ করছে বর্ষা, সেহেতু গোয়া-সহ দেশের অন্যান্য অংশেও একদিন আগে বর্ষার বৃষ্টি শুরু হবে।
গোয়ায় ৫ জুন প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু
তবে এ প্রসঙ্গে আবহবিদরা জানিয়েছেন, ক্ষেত্র বিশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি বিলম্বিত হতে পারে। কেরালা থেকে গোয়া পর্যন্ত এর অগ্রগতির মেয়াদ সাধারণভাবে ৫ দিন। সেই শর্ত অনুসারে এবার ৫ জুন প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। তবে এর কম বা বেশিও হতে পারে বলে জানিয়েছেন আবহ বিশেষজ্ঞরা।
গোয়ার উপর এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের প্রভাব নেই
আইএমডি এর আগে ২১ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমন ঘোষণা করেছিল। তা খানিক বিলম্ব হয়েছিল ঘূর্ণিঝড় তাউকের প্রভাবে। তাউকটের প্রভাব বর্তমানে শেষ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও শেষ হয়ে গেছে। ফলে গোয়ার উপর এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তাই বিলম্বিত হওয়ার কোনও কারণ নেই।
মৌসুমী বায়ুর আগমনে বিলম্ব ঘটবে না কেরালা-গোয়ায়
শনিবার আইএমডি পূর্বাভাসে আরও জানিয়েছে, গোয়াতে বিচ্ছিন্ন জায়গাগুলিতে ৩১ মে পর্যন্ত বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পরবর্তী পাঁচ দিন সমুদ্র উত্তাল থাকবে। এই অবস্থায় জেলেদের সতর্ক করা হয়েছিল সমুদ্রে যেতে। তবে সেই কারণে মৌসুমী বায়ুর আগমনের কোনও সমস্যা হবে না।