করোনা মোকাবিলায় এমপাওয়ার্ড গ্রুপ ও প্যানেল, তদারকি টিকা-অক্সিজেন সরবরাহে

করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ দেশের বুকে কঠিন পরিস্থিতি তৈরি করেছে। বর্তমানে সংক্রমণ একটু নিম্নমুখী হলেও এখনও করোনার প্রকোপ মারাত্মক বেশ কয়েকটি রাজ্যে। এই অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় শনিবার কেন্দ্র ১০টি গ্রুপকে পুনর্গঠন করল। সেইসঙ্গে টিকা দেওয়ার জন্য এবং মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয়তা নিরীক্ষণের জন্যও কেন্দ্র একটি প্যানেল গঠন করল এদিন।

নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ডঃ ভি কে পল টিকা দেওয়ার প্যানেলের নেতৃত্ব দেবেন। এই কমিটিতে রয়েছেন ১০ জন সদস্য। যারা টিকা ও অক্সিজেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ, উৎপাদন, সরবরাহ ও ব্যবহারের তদারকি করবেন এবং ভ্যাকসিনের অপচয়জনিত পরিমাণও তদারকি করবেন।

মেডিকেল অক্সিজেন সম্পর্কিত প্রয়োজনীয়তা দেখতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সচিব গিরিধর আরামনেকে ১০টি এমপাওয়ার্ড গ্রুপের আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। তিনি ১১ জনের সহযোগিতায় উৎপাদন, আমদানি, লজিস্টিক্স, অক্সিজেন পরিবহনের সরঞ্জাম সম্পর্কিত যাবতীয় বিষয় তদারকি করবেন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
The Center has reconstituted 10 empowered groups and a panel to tackle the current coronavirus disease. The panel formed for vaccination and to monitor medical oxygen requirements.
Story first published: Saturday, May 29, 2021, 21:00 [IST]