২০২১-এ প্রাক বর্ষা মরশুমে হয়ে গেল দু-দুটি ঘূর্ণিঝড়
এখন প্রশ্ন, বছর বছর প্রত্যেকটি ঘূর্ণিঝড়ই এত ধ্বংসাত্মক রূপ নিচ্ছে কেন? ২০২০-তে বাংলার বুকে হানা দিয়েছিল আম্ফান। তা সুন্দরবন-সহ সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলকে লন্ডভন্ড করে দিয়েছিল। তারপর ২০২১-এ প্রাক বর্ষা মরশুমে দু-দুটি ঝড় আছড়ে পড়ল ভারতীয় উপকূলে। দু-টিই সাংঘাতিক রূপ নিল।
ঘূর্ণিঝড় তাউকটে আছড়ে পড়েছিল গুজরাটের দিকে
এ বছরের প্রথম ঝড় তাউকটে আরব সাগর দিয়ে ভারতের পশ্চিম উপকূল ধরে এগিয়ে গিয়েছিল গুজরাটের দিকে। তারপর গুজরাট উপকূলে আছড়ে পড়ে তাণ্ডবলীলা চালিয়েছিল তাউকটে। কেরল থেকে শুরু করে কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাট উপকূল বিধ্বস্ত হয়ে গিয়েছে তাউকটের দাপটে। তাউকটে ১৫৫ থেকে ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল।
বঙ্গোপসাগরে হানা দেয় ভেরি সিভিয়ার সাইক্লোন ইয়াস
তারপর সাতদিনের মধ্যেই বঙ্গোপসাগরে হানা দেয় আর এক ভেরি সিভিয়ার সাইক্লোন ইয়াস। ইয়াস থেকে এবার বাংলা রক্ষা পায়, ওড়িশার উপর আছড়ে পড়ে ইয়াস। তবে ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে বিপুল ক্ষতির মুখে পড়ে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, গঙ্গাসাগর-সহ উপকূলবর্তী এলাকাগুলি।
ইয়াসের মতো আরও ঝড় ধেয়ে আসবে, মত আবহবিদদের
আবহবিদদের ব্যাখ্যা, গত তিন দশক ধরে ঘূর্ণিঝড়ের চরিত্রে পরিবর্তন এসেছে। তারই জেরে আয়লা থেকে আম্ফান, তাউকটে থেকে ইয়াসরা মহা শক্তিধর হয়ে তাণ্ডব চালাচ্ছে। এমন আরও ঝড় ধেয়ে আসবে বলেই মত আবহবিদদের। তার কারণ জলবাযু পরিবর্তন। আর এর থেকে সতর্কতা ও সময়ানুগ প্রস্তুতি ছাড়া পথ নেই।
জলবায়ু পরিবর্তনের জেরে সাধারণ নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে
আবহবিজ্ঞানীদের পূর্বাভাসমতোই জলবায়ু পরিবর্তনের জেরে সাধারণ নিম্নচাপ মহাশক্তিশালী হয়ে উঠছে। সমুদ্রবক্ষে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। তারপর তা সিভিয়ার সাইক্লোন, ভেরি সিভিয়ার সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন এবং সুপার সাইক্লোনের আকার নিচ্ছে ধাপে ধাপে।
সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে আরও ঝড় ধেয়ে আসবে উপকূলে
এর জেরেই বিগত কয়েক বছরে ফণী, মহা, হিকা, কিয়ার, বায়ু, বুলবুল, আম্ফান, নিসর্গ, তাউটে এবং ইয়াসের মতো ঝড় আছড়ে পড়ছে। এরপর আরও এমন ঝড় তৈরি হবে এবং তা উপকূলবর্তী এলাকাকে ধ্বংস করে দেবে বলে সতর্ক বার্তা দিয়েছেন আবহবিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলেই বারবার এই ঘটনা ঘটছে বলে মনে করছেন তাঁরা।
৩০ বছর বদলেছে জলবায়ু, ধেয়ে আসছে সুপার সাইক্লোন
আবহবিজ্ঞানীদের কথায়, ৩০ বছর আগে এমন অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়ের প্রবণতা লক্ষ করা যেত না। তখনও ক্যাটাগরি ফাইভের ঝড় হত, কিন্তু সংখ্যায় কম। এখন সব ঝড়ই ক্যাটাগরি ফাইভে পরিণত হচ্ছে প্রায়। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, প্রাক বর্ষা মরশুমে এই মে মাস আর বর্ষা পরবর্তী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সম্ভাবনা বেশি থাকে।