আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিরাটদের মূল্যবান পরামর্শ কপিলের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এক বনাম দুইয়ের লড়াই। ১৮ জুন থেকে সাউদাম্পটনে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে বিরাট কোহলিদের জন্য মূল্যবান পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।

ব্যাটিং শক্তিতে ভারত এগিয়ে

তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব বলেন, নিউজিল্যান্ডের থেকে ভারতের ব্যাটিং শক্তি ভালো। তবে পরিস্থিতি কীভাবে ভারত সামাল দেবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার মনে হয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফারাক গড়বে ভারতের ব্যাটিংই। ভারতীয় বোলাররা সম্প্রতি দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন। সে কথা মাথায় রেখেও বলব ফাইনালে ভারতের বড় অস্ত্র কিন্তু ব্যাটিংই।

সেশনগুলি গুরুত্বপূর্ণ

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে কপিল দেব আরও বলেন, টেস্ট ক্রিকেটের প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। সেগুলির গুরুত্ব আরও বাড়িয়ে দিতে পারে আবহাওয়া। ইংল্যান্ডে এই রোদ তো এই মেঘলা। ফলে ইংল্যান্ডে টেস্টে ভালো ফল করতে গেলে ভালো কৌশল যেমন প্রয়োজন, তেমনই দরকার টেকনিক্যালিও সাউন্ড হতে হয়। উল্লেখ্য, কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ১৯৮৬ সালে। লর্ডস ও লিডস টেস্টে জিতেছিল ভারত।

অতিরিক্ত আগ্রাসী নয়

ইংল্যান্ডের মাটিতে অতিরিক্ত আগ্রাসী না হতেও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পরামর্শ দিয়ছেন কপিল। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী বিরাট যেভাবে অনুশীলন করেন তাতে বিরাটের অধিনায়কত্বে আমার আস্থা রয়েছে। তা সত্ত্বেও বলব ইংল্যান্ডে অতিরিক্ত আগ্রাসী হওয়া যাবে না। সেশন ধরে ধরে খেলায় পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে কিনা সে বিষয়েই বেশি খেয়াল রাখতে হবে। রান পেতে বিরাটকে ধৈর্য্য ধরতে হবে। ম্যাচের রাশ হাতে নিতে বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে।

পন্থকে নিয়ে

ঋষভ পন্থকে নিয়ে কপিল দেব বলেন, ভারতীয় দলে আসার পর থেকে পন্থের খেলায় অনেক পরিণতভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি যে সব শট খেলেন তা সত্যিই দারুণ। কোনও ইনিংসে পন্থ খেলতে নামলে বড় শট নিতে বিশেষ দেরিও করেন না। কিন্তু ইংল্যান্ডে কিন্তু পরিস্থিতি ভিন্ন। সেখানে চ্যালেঞ্জ অনেক বেশি। তাই নেমেই বড় শট না খেলে আগে ক্রিজে কিছুটা সময় কাটানোই বেশি জরুরি। রোহিত শর্মাও শট খেলতে ভালোবাসেন। কিন্তু তাঁর ক্ষেত্রেও দেখেছি উইকেটে থিতু না হয়ে শট খেলতে গিয়ে অনেক তাড়াতাড়ি আউটও হয়েছেন। ফলে সেই উদাহরণ মাথায় রেখে ইংল্যান্ডে পন্থকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কপিল।

ফাইনাল নিয়ে

কপিল দেব আরও বলেন, ফাইনাল লর্ডসে হলেই ভালো হতো। কেন না, রোজ বোলের চেয়ে লর্ডসের ঐতিহ্য অনেক বেশি। ওল্ড ট্র্যাফোর্ডেও হতে পারত। তবে লর্ডসে সেলিব্রেশনের সঙ্গে আর কিছুরই তুলনা হতে পারে না। শুধু তাই নয়, কপিলের মতে এমন একটা গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য একটা টেস্ট যথেষ্ট নয়।

More INDIA VS NEW ZEALAND News  

Read more about:
English summary
Former India Captain Kapil Dev Says That India Look Superior Batting Side But Not To Be Over Aggressive Against NZ In WTC Final. He Also Opines That India Will Have To Take The Game Session By Session.
Story first published: Friday, May 28, 2021, 14:00 [IST]