নয়াদিল্লি: জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। অনলাইন শপিং-এর এই দোকানে মেলে না এমন কিছু নেই। বাজারের প্রকাশ হওয়া স্মার্টফোন হোক কিংবা বাড়ির প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর ঠিকানা অ্যামাজন। শুধু শপিং অ্যাপ নয়, অ্যামাজনের তালিকায় রয়েছে আর্থিক লেনদেনের জন্য অ্যামাজন পে (Amazon pay) এবং বিনোদনের জন্য অ্যামাজন প্রাইমের (Amazon Prime) মতো মাধ্যমগুলিও। অ্যামাজন প্রাইমে (Amazon Prime) আন্তর্জাতিক থেকে জাতীয় চলচ্চিত্র এবং নানা সিরিজ সমস্ত কিছু উপভোগ করতে পারে গ্রাহকরা ।
বিনোদন হোক কিংবা শপিং মানুষকে সাহায্য করতে অ্যামাজনের মতো ভালো বন্ধু খুব কমই রয়েছে। আর এবার এই ই-কমার্স সাইট গ্রাহকদের জন্য যুক্ত করতে চলেছে আরও একটি নতুন বৈশিষ্ট্য । এই নতুন বৈশিষ্ট্যের ফলে গ্রাহকরা পাবে একাধিক ‘ফিচার আর্টিকেল’। মূলত গ্রাহকদের আরও খানিকটা সময় ধরে মাধ্যমে আটকে রাখতে সংস্থা চালু করছে নতুন বৈশিষ্ট্যটি।
অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরাই সংস্থার নতুন বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবে। সংস্থার নতুন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্ডল বিভাগে (Kindle section)। গ্রাহকরা এই নতুন বৈশিষ্ট্যে উপভোগ করতে পারবে ট্রেন্ডিং নিবন্ধ (trending articles), বিনোদন (Entertainment), রাজনীতি (Politics), প্রশাসন, খেলাধুলা (Sports), ব্যবসা ও অর্থনীতি, স্বাস্থ্য (Health) ও ফিটনেস, সমাজ ও জীবনধারা, বই (Books), খাদ্য (Food), কল্পকাহিনী (Fiction), কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs), ভ্রমণ (Travel) এবং অটো-র মতো বিষয়গুলি।
অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছে এই নয়া বৈশিষ্ট্যটি পরীক্ষাধীন রয়েছে। খুব শীঘ্রই একাধিক ফিচার আর্টিকেল নিয়ে গ্রাহকদের দেওয়া হবে এটি।
অন্যদিকে টেকক্রাঞ্চের একটি প্রতিবেদন অনুযায়ী, বেশকিছু নিবন্ধ ইতিমধ্যে অ্যামাজন ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই নিবন্ধগুলির জন্য কিন্ডল (Kindle users) গ্রাহকদের বিজ্ঞপ্তি প্রেরণ করছে সংস্থা। সাম্প্রতিক সময়ে ভারতে কোভিডের কারণে একাধিক রাজ্যে নতুন করে জারি করা হয়েছে লকডাউন। দেশের প্রায় সমস্ত মানুষ ফের একবার গৃহবন্দি। আর এই পরিস্থিতিতে সংস্থার নতুন বৈশিষ্ট্যটি মানুষের মানসিক দিকটি ভালো রাখতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.