মুম্বই: করোনার (Covid19) জেরে স্থগিত হয়ে যাওয়া ২০২১ আইপিএল (IPL 2021) ফের শুরু করা নিয়ে শনিবার (Saturday) বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India) কর্তারা৷ ভার্চুয়াল এই স্পেশাল জেনারেল মিটিংয়ে (Special General Meeting) সভাপতিত্ব করবেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI president) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)৷

ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের পর এবং টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) ঠিক আগে হতে চলেছে ২০২১ আইপিএলের (IPL 2021) শেষাংশ৷ সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) তিনটি ভেন্যুতে হতে পারে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ৷ এসজিএম-এ (SGM) আলোচনা হবে করোনা আবহে কীভাবে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) আয়োজন করা যায় তা নিয়েও৷ এছাড়াও আলোচনা হতে পারে ঘরের মাঠে বিরাট কোহলিদের নিউজিল্যান্ড (New Zealand) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ নিয়েও৷

তবে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আইপিএলের চতুর্দশ সংস্করণ শেষ করা এবং করোনার মধ্যে কীভাবে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) আয়োজন করা যায়৷ বোর্ডের এক সিনিয়র আধিকারিক এসজিএম নিয়ে পিটিআই-কে জানিয়েছেন, ‘অবশ্যই এসজিএম-এ মেন ইস্যু হল ফের আইপিএল শুরু করা৷ আমরা আশা করছি ১০টি ডাবল-হেডার এবং সাতটি সিঙ্গলস ম্যাচ করে আইপিএল শেষ করতে৷ সাতটি সিঙ্গলস ম্যাচের মধ্যে রয়েছে দু’টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনাল৷’ ২০২০ আইপিএলের মতো ২০২১ আইপিএলের (IPL 2021) বাকি ৩১টি ম্যাচ হতে পারে আমিরশাহীর তিনটি শহর আবু ধাবি (Abu Dhabi), শারজা (Sharjah) এবং দুবাইয়ে (Dubai)৷

সেপ্টেম্বরে ১৯ থেকে ২০ তারিখ থেকে শুরু হতে পারে ২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলি (remaining matches of IPL 2021)৷ ফাইনাল হতে পারে ১০ অক্টোবর৷ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর৷ পরের দিনই অর্থাৎ ১৫ সেপ্টেম্বর লন্ডন থেকে সরাসরি দুবাইয়ে পাড়ি দিতে পারেন আইপিএলে খেলা ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেটাররা (England and Indian Cricketers)৷ মরু শহরে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর টুর্নামেন্ট খেলতে পারবেন ক্রিকেটাররা৷

তবে বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশেলে জাইলস জানিয়েছেন, ফের ২০২১ আইপিএল (IPL 2021) শুরু হলে ইংল্যান্ড ক্রিকেটারদের ছাড়া হবে না৷ অর্থাৎ সেক্ষেত্রে কীভাবে টুর্নামেন্ট করা সম্ভব? এই প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল (Franchise official) জানিয়েছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশেলে জাইলস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আইপিএলের জন্য ইংল্যান্ড প্লেয়ারদের অনুমতি দেওয়া হবে না৷ কারণ টি-২০ বিশ্বকাপ এবং আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে৷ তবে আশা করব, বিসিসিআই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ইংলিশ প্লেয়ারদের বিষয়টি আমাদের অবগত করবেন৷’

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.