সাইনা ও শ্রীকান্তের অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা শেষ, এখন ভরসা ভাগ্য

আশঙ্কাই সত্যি হলো। ভারতীয় ব্যাডমিন্টনের পক্ষে বড় ধাক্কা। সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্তের টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সাম্প্রতিক সিদ্ধান্তে।

আজ বিডব্লিউএফের তরফে জানানো হয়েছে, টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বের কোনও টুর্নামেন্ট আর হবে না। অলিম্পিক্সে কারা অংশ নেবেন এবং বাছাই হিসেবে কারা থাকবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে। বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকা অনুযায়ীই তা চূড়ান্ত করা হবে।

Invitations for #Tokyo2020 will be sent shortly with final participation lists and seedings to be published in the coming weeks.https://t.co/iTUXeCyzxl

— BWF (@bwfmedia) May 28, 2021

উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের নাম পাঠানোর সময়সীমা ৫ জুলাই। আর যোগ্যতা অর্জনের সময়সীমা সরকারিভাবে শেষ হচ্ছে ১৫ জুন। তবে বিডব্লিউএফের সেক্রেটারি জেনারেল থমাস লন্ড জানিয়েছেন, অলিম্পিক ব্যাডমিন্টনে অংশগ্রহণকারীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। কারণ, যোগ্যতা অর্জনের আর কোনও টুর্নামেন্ট না থাকায় পয়েন্ট বাড়িয়ে টোকিওর টিকিট আদায়েরও আর কোনও পথ নেই।

পুরুষ ও মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে ৩৮ জন করে অংশ নিতে পারবেন। তিনরকম ডাবলস ইভেন্টে অংশ নিতে পারবে ১৬টি করে জুটি। অতিমারি পরিস্থিতিতে একের পর এক টুর্নামেন্ট বাতিলই সমস্যা তৈরি করে দিল সাইনা, শ্রীকান্তের পক্ষে। ক্ষীণ সম্ভাবনা একটা রয়েছে, সেটাও অবশ্য নির্ভর করবে অন্যদের উপর। একমাত্র কেউ যদি নাম প্রত্যাহার করে নেন টোকিও অলিম্পিক্স থেকে তখন ভারতীয় শাটলারদের কাছে শেষ সুযোগ আসতে পারে।

More TOKYO OLYMPICS 2020 News  

Read more about:
English summary
Chances of Saina Nehwal and Kidambi Srikanth To Qualify For Olympics All But Over. BWF Confirmed That No Tournaments Will Be Played Inside Tokyo Olympic Games Qualifying Window.
Story first published: Friday, May 28, 2021, 14:34 [IST]