ইয়াশ বিধ্বস্ত তিন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকার প্যাকেজ, বাংলা-ঝাড়খণ্ডের জন্য বরাদ্দ ৫০০ কোটি

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে অতি অল্প সময়ের জন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াশে যাবতীয় ক্ষয়ক্ষতির হিসেব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

সুন্দরবন এবং দিঘাকে নতুন করে সাজিয়ে তুলতে মোট ২০ হাজার কোটি প্যাকেজ দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

More CYCLONE News  

Read more about:
English summary
pmo announces rs 1000 crore package for cyclone yaas
Story first published: Friday, May 28, 2021, 17:02 [IST]