কলকাতা: বছরের পর বছর ধরে বাঙালির ড্রইংরুম আলো করে রেখেছে কোন ল্যাম্পশেড বা টিউবলাইট নয় বরং তা হল বাংলা ধারাবাহিক(Bengali serial)। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন চিন্তাভাবনার সংযোজন হয়েছে ধারাবাহিকগুলির চিত্রনাট্যে। মহান ব্যক্তিত্বদের জীবনী, সাহিত্য থেকে ম্যাজিক কিংবা খুদে দুষ্টু ভূতের গল্প নিয়ে বাংলা ধারাবাহিকের জগত কিন্তু বেশ রঙিন। সেই একই শাশুড়ি-বৌমার কুটকাচালি থেকে বেরিয়ে নতুন চিন্তা ভাবনাই মানুষকে ধারাবাহিকমুখী করে রেখেছে এতগুল বছর ধরে। আজকে দেখে নেওয়া যাক এমন কোন পাঁচটি ধারাবাহিক বহুদিন আগেই শেষ হয়ে যাওয়ার পরেও আজও ‘এভারগ্রীন’ থেকে গিয়েছে দর্শকের মনে।

এক আকাশের নিচে (Ek akasher niche): জি বাংলায় (Zee Bangla) অর্থাৎ তখন যা আলফা বাংলা (Alpha Bangla) নামে পরিচিত ছিল সেই চ্যানেলে সম্প্রচারিত শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhay), অরিন্দম শীল (Arindam Sil),চৈতি ঘোষাল (Chaity Ghoshal) রুমনী চ্যাটার্জি (Rumni Chatterjee), দেবলীনা দত্ত (Debleena Dutta), রজতাভ দত্ত (Rajatabha Dutta), বাদশা মৈত্র (Badshah Maitra),কমলিকা ব্যানার্জি (Kamalika Banerjee), শান্তিলাল মুখার্জী (Shantilal Mukherjee),কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Bandopaddhay),কমলিকা ব্যানার্জি (Kamalika Banerjee)সহ প্রমুখ অভিনেতা-অভিনেত্রী অভিনীত এই যৌথ পরিবারের গল্প ছিল বাস্তববাদী। সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে দেখা পরিবার ও সংসারের জীবনের ঘটনা যা সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিল। হাই ভলিউম মিউজিক বা বাড়তি জটিলতা বাড়ানো অতিরঞ্জিত চিত্রনাট্য ছাড়াই এই ধারাবাহিক দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিল। তবে এই ধারাবাহিকের চমক ছিল এক ঝাক নতুন সুদক্ষ অভিনেতা অভিনেত্রী।

এক নম্বর মেসবাড়ি (Ek number mess bari) : একটি মেস বাড়িতে কয়েকজন ব্যাচেলার ছেলের জীবনের উত্থান-পতনকে কমেডির মাধ্যমে পৌঁছে দেওয়ার মতন কঠিন এক কাজকেই দারুন ভাবে তুলে ধরেছিলেন এই ধারাবাহিকের পরিচালক থেকে কলাকুশলীরা। মেস বাড়ির মালিকের সঙ্গে সমস্যা, কারুর আবার প্রেমের সমস্যা সবটাই ধরা পড়েছিল চিত্রনাট্যের ম্যাজিকে। সঙ্গে ছিল বিশ্বনাথ বসু(Biswanath Basu), কাঞ্চন মল্লিক(Kanchan Mullick), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), চন্দন সেন(Chandan Sen) এর মতন অভিনেতাদের দুর্দান্ত অভিনয়।

এখানে আকাশ নীল (Ekhane Akash Neel): রুক্ষ স্বভাবের রাগী চরিত্রের ডাক্তার ‘উজান’ (Ujaan) কে মনে আছে? আর তার সঙ্গে সেই মিষ্টি মেয়েটা ‘হিয়া'(Hiya) কে মনে আছে, যে একাই শুধুমাত্র পারত, উজানের চারপাশে তৈরি করা কঠিন ব্যক্তিত্বের দেওয়াল ভেঙে তার মধ্যে থাকা নরম মনের মানুষটিকে খুঁজে বার করতে? স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত এই ধারাবাহিক খুব অল্পদিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। ‘হিয়া’র চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং ‘উজান’র চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক (Rishi Koushik)।দুই সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের মিষ্টি একটা প্রেমের গল্প দর্শক দর্শক উপভোগ করেছিল চেটেপুটে। দেড় বছর আগে স্টার জলসায় আবারো দেখা গেছিল ‘উজান- হিয়া’র মিষ্টি প্রেম তবে সেখানে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী( Anamika Chakraborty) এবং শন ব্যানার্জি (Sean Banerjee)।

বিন্নি ধানের খই (Binni Dhaner Khoi): ‘ইটিভি বাংলা’ (Etv Bangla)চ্যানেলে ২০০৯ সালে সম্প্রচারিত এই ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gogopadhay) অসাধারণ কলমের বুনটে গল্পে উঠে আসে গ্রামের সহজ-সরল অথচ বুদ্ধিমতী মেয়ে “মোহর” বিয়ের পর শহরে গিয়ে কীভাবে শহুরে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। শ্বশুর বাড়িতেও তাকে কত ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বুদ্ধিমতী কিন্তু দয়ালু এক সাধারন মেয়ে মোহর। গল্পের মূল উপজীব্য ছিল, মোহরের (Mohor) সঙ্গে তার স্বামী ‘রোহন’র (Rohan) সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের পরে যখন ‘রোহন’র বুঝতে পারে তার অন্তরের অন্তস্থলে থাকা মোহরের জন্য ভালোবাসার ব্যাপারে তখন মোহরের আর রোহনের কাছে না ফিরে আসা। উপরন্তু মোহর নিজের কেরিয়ারে সাফল্য অর্জন করে। ‘মোহর’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh) এবং তার স্বামী ‘রোহন’ এর চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ ওঝা (Manoj Ojha)।

ওগো বধূ সুন্দরী (Ogo Bodhu Sundari): বাংলা ধারাবাহিকের জগতে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’-ও কিন্তু একটি অন্যতম রত্ন। বড়লোক বাবার জেদী, বদমেজাজি মেয়ে ‘ললিতা'(Lalita) কীভাবে এক সাধারণ যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নিতে পারে এবং তারই সঙ্গে কীভাবে গোটা পরিবারটিও শুধুমাত্র ভালোবাসা এবং আদর দিয়ে তাকে আপন করে নেয় তাই ফুটে ওঠে এই গল্পে। বাড়ির বউকে বাড়ির মেয়ে করে নেওয়ার, এই গল্পে শাশুড়ির ভূমিকায় নজর কেড়েছিলেন তুলিকা বসু (Tulika Basu) আর অন্যদিকে ললিতার চরিত্রে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং তার স্বামী ঈশানের (Ishaan) চরিত্রে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)-ও হয়ে উঠেছিলেন দর্শকদের পছন্দের জুটি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.