মমতাকে নিশানা দিলীপের
ইয়াসের দাপটে রাজ্য সরকারের ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন আম্ফান যাওয়ার পর কেমন বাঁধ সারাই করা হল যে সেটা ভেঙে গেল। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি অভিযোগ করেছেন এখনও অনেক মানুষ খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। অনেকেই এখনও খাবার পাননি।
ত্রাণ শিবিরে আশ্রয় পাচ্ছেন না বিজেপিকর্মীরা
দুর্যোগের মধ্যেও রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সরকার। ত্রাণ শিবিরে বিজেপি কর্মী সমর্থকদের আশ্রয় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক রং দেখে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হচ্ছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না বলে অভিযোগ করেছেন তিনি।
দিলীপকে পাল্টা তোপ
দিলীপ ঘোষকে নিশানা করে পাল্টা তোপ দেগেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। তিনি কটাক্ষ করেছে ভোটেহেরে যাওয়ার পর আর প্রচারের আলো পাচ্ছেন না দিলীপ বাবুরা। প্রচারের আলোয় থাকতেই তাঁরা এই সব কথা বলছেন। যাঁরা অভিযোগ করছেন তাঁরা ঘূর্ণিঝড়ের সময় কোথায় ছিলেন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
কলাইকুণ্ডায় শুভেন্দুকে নিয়ে বৈঠক
কলাইকুণ্ডা বিমানবন্দরে আজ বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালকে নিয়ে এক ঘণ্টার রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। ১৫ মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন মোদী। মমতা বন্দ্যেরাধ্যায় ক্ষয়ক্ষতির হিসেব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। সেখান থেকে তিনি দিঘা চলে যান।