নয়াদিল্লি: যে সামান্য আশাটুকু বেঁচে ছিল বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার(BWF) ঘোষণায় তাও পাকাপাকিভাবে শেষ হল। টোকিও অলিম্পিকে(Tokyo Olympics 2020) যাওয়ার আর কোনও পথ খোলা রইল না ২০১২ লন্ডন অলিম্পিকে(London Olymoics 2012) ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল(Saina Nehwal) এবং দেশের পয়লা নম্বর পুরুষ শাটলার কিদাম্বি শ্রীকান্তের।
যোগ্যতা-অর্জনের শেষদিন অর্থাৎ, আগামী ১৫ জুনের মধ্যে নতুন করে আর কোনও কোয়ালিফায়িং ইভেন্ট আয়োজিত হবে না বলে ঘোষণা করল বিডব্লুএফ। অর্থাৎ, আপাতত র্যাংকিং যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে তার উপর নির্ভর করেই টোকিওয় ডাক পড়বে শাটলারদের। সেক্ষেত্রে মহিলা এবং পুরুষ র্যাংকিং-য়ে আপাতত ২২ এবং ২০ নম্বরে অবস্থানকারী দেশের দুই প্রথম সারির শাটলার সাইনা এবং শ্রীকান্তের আশা ফুরলো। কারণ, অলিম্পিকে যোগ্যতা-অর্জনের জন্য ১৫ জুনের মধ্যে র্যাংকিং-য়ের প্রথম ১৬ থাকতে হবে শাটলারদের।
যোগ্যতা-অর্জনের জন্য আর কোনও ইভেন্ট না থাকায় ১৫ জুনের মধ্যে র্যাংকিং-য়ে প্রথম ১৬-য় আসা সম্ভব নয় অলিম্পিক ব্রোঞ্জজয়ী(Olympic Bronze Medalist) সাইনা এবং কমনওয়েলথ গেমসে রুপোজয়ী (Commonwealth Games Silver Medalist) শ্রীকান্তের। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা মিডিয়া রিলিজে জানিয়েছে, ‘আগামী ১৫ জুন, ২০২১ যখন যোগ্যতা-অর্জন পর্বের সময়সীমা শেষ হবে তখন ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা-অর্জন পর্বের পরিবর্তিত সিস্টেম অনুযায়ী বর্তমান র্যাংকিং-য়ের কোনও পরিবর্তন হবে না। চূড়ান্ত প্রতিযোগীদের কাছে আমন্ত্রণ খুব শীঘ্রই পৌঁছে যাবে। একইসঙ্গে বাছাই তালিকা প্রকাশিত হবে প্রক্রিয়াকরণ শেষ হওয়ার পরেই।’
উল্লেখ্য, টোকিও অলিম্পিকের শেষ তিনটি কোয়ালিফায়িং ইভেন্ট বাতিল হওয়াতেই যত বিপত্তি। কোভিড উদ্বেগের কারণে ইন্ডিয়ান ওপেন(Indian Open), মালয়েশিয়ান ওপেনের (Malaysian Open) পর জুনের প্রথম সপ্তাহে সর্বশেষ সিঙ্গাপুর ওপেন (Singapore Open) বাতিল হওয়ার পরেই সাইনা-শ্রীকান্তের টোকিও যাওয়ার আশা একপ্রকার শেষ হয়ে গিয়েছিল। তবুও পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার গৃহীত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ছিলেন তারা। সাইনা-শ্রীকান্তরা চেয়েছিলেন কোনওভাবে যদি বিডব্লুএফ সময়সীমা বাড়িয়ে যোগ্যতা-অর্জন পর্ব আয়োজন করে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কিন্তু সেই সুযোগ আর রইল না।
মহিলা ডাবলস জুটি এন সিক্কি রেড্ডি(N Sikki Reddy) এবং অশ্বিনী পোনাপ্পার (Ashwini Ponappa) অলিম্পিক স্বপ্নও শেষ হল এই ঘোষণায়। অর্থাৎ, ভারত থেকে মাত্র ৪ জন শাটলার যাচ্ছেন এবারের অলিম্পিকে। মহিলা সিঙ্গলসে পুসারলা ভেঙ্কট সিন্ধু(PV Sindhu), পুরুষ সিঙ্গলসে বি সাই প্রণীত(B Sai Praneeth) এবং পুরুষ ডাবলসে চিরাগ শেট্টি(Chirag Shetty) এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডির(Satwiksairaj Rankireddy) এটিই প্রথম অলিম্পিক হতে চলেছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.