শেষ ২৪ ঘণ্টার করোনা গ্রাফ কী বলছে?
২৮ মে সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট পেশ করেছে , তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৬,৩৬৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থতার সংখ্যা ২,৫৯,৪৫৯ জনের। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪ হাজারের নিচে নেমেছে।
শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা
প্রসঙ্গত গত কয়েকদিনে ৪ হাজারের নিচে নেমেছে করোনার দৈনিক মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় এদিনের রিপোর্টে দেখা গিয়েছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬০ জনে। এদিকে করোনা মোকাবিলায় যে ভ্যাকসিনের প্রক্রিয়াকরণ শুরু হয়েছে তাতে এপর্যন্ত দেশে ২০,৫৭,২০,৬৬০ জন ভ্যাকসিন পেয়েছেন। প্রসঙ্গত আমেরিকার পর সবচেয়ে বেশি ভ্যাকসিন প্রদানকারী দেশ হিসাবে এবার তালিকায় এগিয়ে রয়েছে ভারত।
অ্যাক্টিভ কেস
দেশে ২৮ মের রিপোর্ট বলছে , করোনার জেরে অ্যাক্টিভ কেস আপাতত ২৩,৪৩,১৫২ জনের রয়েছে। সর্বমোট দেশে আক্রান্তের সংখ্যা ২,৭৫,৫৫,৪৫৭। মোট করোনা জয়ী ২,৪৮,৯৩,৪১০ জন। মৃতের সংখ্যা ৩,১৮,৮৯৫ জন।
গতকালের সঙ্গে আজকের করোনা পরিসংখ্যানের তুলনা
প্রসঙ্গত, ২৭ মে যে করোনা রিপোর্ট সামনে এসেছে তাতে, দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে ২,১১,২৯৮ জনের দেহে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। সুস্থ হয়েছেন ২,৮৩,১৩৫ জন। গত একদিনে মৃত্যু হয়েছে দেশের ৩,৮৪৭ জনের। এদিকে, আজকের করোনা রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৮৬,৩৬৪ জন। করোনাকে জয় করেছেন ২,৫৫৯ জন। মৃতের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় ৩৬৬০ জন।