মুম্বইঃ বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটারদের মধ্যে একজন হলেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা(Rohit Sharma)। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায়তেও তাঁর প্রচুর অনুরাগী রয়েছে। আজ রোহিত বিশ্বের সকল ক্রিকেট অনুরাগীদের উদ্দেশ্য করে একটি বিশেষ ছবি টুইট করেছেন। যা দেখা মাত্রই অনুরাগীদের মন জয় করে নিয়েছে।
বিখ্যাত আমেরিকান শো ‘ফ্রেন্ডস’-এর(FRIENDS) নতুন সিজন মুক্তি পেয়েছে আজ। ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’(FRIENDS REUNION) নামের এই সিজনে প্রায় ১৭ বছর পর এই সিরিজের বিখ্যাত কাস্টকে আবার একসঙ্গে দেখা গিয়েছে। ‘ফ্রেন্ডস’-এর এই নতুন সিজনের কথা ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে ছিল জনপ্রিয় এই আমেরিকান শো-টি। ভারতীয় দলের বহু ক্রিকেটারেরাও এই শো নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
আজ রোহিত শর্মাও এই ‘ফ্রেন্ডস’(FRIENDS) সূত্র ধরেই অনুরাগীদের উদ্দেশ্য করে ছবিটি টুইট করেছেন। হিটম্যানের পোস্ট করা ছবিতে তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাচ্ছে। আর তিনি নিজের ব্যাট উঁচু করে অনুরাগীদের দিকে তাকিয়ে রয়েছেন। স্ট্যান্ডে থাকা সকল অনুরাগীকে ভারতীয় দলের হয়ে চিৎকার করতে দেখা যাচ্ছে। এই ছবিটির ক্যাপশনে রোহিত লিখেছেন, ‘ফ্রেন্ডস(F.R.I.E.N.D.S), আমি এই রিইউনিয়নের অপেক্ষায় রয়েছি’।
কোভিডের কারণে বিশ্বের প্রায় সকল প্রান্তে অনুরাগীদের স্টেডিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইপিএল(IPL) থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ- সব বন্ধ দরজার পিছনেই খেলা হচ্ছে। এই নিয়ে বহু সময় বহু ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে তাঁরা স্টেডিয়ামে অনুরাগীদের খুব মিস করেন। তবে প্লেয়ার এবং অনুরাগী- দুই পক্ষেরই সাবধানতার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে রোহিত ইংল্যান্ডগামী ভারতীয় দলের সঙ্গে মুম্বইয়ে টিম হোটেলে কোয়ারান্টিনে রয়েছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ(World Test Championship) এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে হিটম্যানের নাম রয়েছে। রোহিতকে শেষ বারের মতো খেলতে দেখা গিয়েছিল স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলে। সেটিও অনুরাগীদের ছাড়াই খেলতে হয়েছিল। টুর্নামেন্টটি শুরুর কয়েক মাস আগে কিছু সংখ্যক দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা ভেবেছিল বিসিসিআই। তবে দেশে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণে সেই সম্ভাবনা বাতিল করে দেওয়া হয়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.