মিলান: জুভেন্তাসের(Juventus) একাধিপত্য়ের অবসান ঘটিয়ে ১১ বছর পর সিরি এ(Serie A) জিতেছে ইন্টার মিলান(Inter Milan)। অথচ লিগ শেষ হতে না হতেই খেতাবজয়ী কোচের সঙ্গে সম্পর্কে ইতি টানল তারা। বুধবার ইন্টার মিলানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যান্তোনিও কন্তে(Antonio Conte)। চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও পারস্পরিক সম্মতিতে পদ ছাড়লেন তিনি।

এক বিবৃতিতে ইন্টার লিখেছে, ‘ক্লাব অ্যান্তোনিওকে তাঁর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। অ্যান্তোনিও কন্তে চিরকাল ক্লাবের অংশ হিসেবে রয়ে যাবেন।’ কিন্তু এত সবকিছুর পরেও কন্তে সরে গেলেন কেন? প্রশ্ন জাগতেই পারে অনুরাগীদের মনে। আসলে অর্থাভাবে ধুঁকতে থাকা ইন্টার মিলান আসন্ন মরশুমে বেশ কিছু ফুটবলারদের বিক্রি করে অর্থের সংস্থান করতে চাইছে। পাশাপাশি কোচ কন্তে সহ ফুটবলারদের বেতন কমানোর কথাও জানিয়েছিল ক্লাবের মালিকপক্ষ সানিং হোল্ডিংস গ্রুপ(Suning Holding Group)।

আর খেতাব এনে দেওয়ার পরেও এই সিদ্ধান্তকে মোটেই সমর্থন করতে পারেননি কন্তে। সে কারণেই পারস্পরিক সম্মতিতে পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইতালিয়ান কোচ। প্রাক্তন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি(Massimiliano Allegri) এবং বর্তমান ল্যাজিও(Lazio) কোচ সিমোনে ইনজাঘির(Simone Inzaghi) নাম কন্তের পরিবর্ত হিসেবে ঘোরাফেরা করছে ইতালির ফুটবল মহলে। যদিও সবই জল্পনা। এদিকে বছর একান্নর কন্তের ভবিষ্যৎ কোনদিকে বাঁক নেয় তাও জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

কারণ টটেনহ্যামের(Tottenham Hotspur) কোচের পদ তো ফাঁকা রয়েইছে সঙ্গে জিদান(Zinedine Zidane) সরে দাঁড়ানোয় রিয়ালের(Real Madrid) হটসিটে অভিজ্ঞ এই কোচকে দেখা গেলেও অবাকের কিছু থাকবে না। কন্তের ইন্টারের পদ ছাড়াটা যেহেতু অপ্রত্যাশিত ঘটনা, তাই জিদান পরবর্তী রিয়ালে ইতালিয়ান কোচের সম্ভাবনাই জোরালো হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমের শুরুতে ইন্টারের দায়িত্ব নিয়েছিলেন কন্তে। ২০১৮-১৯ চ্যাম্পিয়ন জুভেন্তাসের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে শেষ করা ইন্টার বদলে গিয়েছিল পরের মরশুমেই। রোমেলু লুকাকু(Romelu Lukaku), ক্রিশ্চিয়ান এরিকসেনদের(Cristian Eriksen) আগমণে ২০১৯-২০ সিরি এ-তে চ্যাম্পিয়ন জুভেন্তাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছনে শেষ করেছিল তারা। আর ২০২০-২১ চার ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করে নেয় ইন্টার। ৯১ পয়েন্ট নিয়ে সদ্য শেষ হওয়া মরশুমে ১৯তম শিরোপা জেতে তারা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.