তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ
কেন এতগুলো বাঁধ ভাঙল তা নিয়ে বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠনের কথা জানালেণ নতুন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেচ মন্ত্রী জানান এই বিশেষ কমিটি গঠনের কথা। আগামী ৭ দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন তিনি। সেচ মন্ত্রী নিজে সেই রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কেন এতগুলো বাঁধ ভাঙল তা নিয়ে তদন্ত হবে
বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক চলাকালীন সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিপর্যয়ের কথা স্বীকার করে নিয়েও মুখ্যমন্ত্রীর প্রশ্ন মাত্র কয়েক বছর আগে তৈরি মেরিন ড্রাইভের অবস্থা কেন এত খারাপ হল? বছর বছর ঘূর্ণিঝড়ে যদি এত খারাপ পরিস্থিতি তৈরি হয় তবে তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় এত পরিমাণ অর্থ কোথা থেকেই বা পাওয়া যাবে, সেই প্রশ্ন করেন তিনি। তাঁর কথায়, "টাকা কি জলে দেওয়া হবে নাকি টাকা দিয়ে জল আটকাব?" মেরিন ড্রাইভের ক্ষতি হওয়ার ঘটনায় সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বলেন, "আজকেও বিদ্যাধরী নদীর একটা বাঁধ ভেঙেছে। দীঘায় একটা পাড় বাঁধানোর কাজ চলছে এত বছর ধরে। কেন এত দিন সময় লাগছে। টাকা কি কম নিচ্ছে ? টাকা তো কম নিচ্ছে না। কেন এতদিন সময় লাগছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একটা টাকাও না দেওয়ার নির্দেশ
চাপ বাড়বে শুভেন্দু-রাজীবের উপর?
ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, এর ফলে পরোক্ষে চাপ বাড়তে পারে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী তথা অধুনা বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ এই দু'জন নেতা একদা সেচমন্ত্রী ছিলেন রাজ্যের। এই দুই নেতার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে সায় দিয়েছে মমতার মন্ত্রিসভা। এ বার নতুন করে সেচ বিভাগেও দুর্নীতির অভিযোগে তদন্ত হলে রাজীবের উপর চাপ বাড়তে বাধ্য।