কোভিড ১৯ টিকা নেওয়া নটরাজনের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো, শ্রীলঙ্কা সফরই লক্ষ্য?

বিসিসিআইয়ের নির্দেশ মেনে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিলেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। এতে যে তাঁর জাতীয় দলে দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে, তেমনটাই বিশ্বাস করেন ক্রিকেট ফ্যানরা। আগামী শ্রীলঙ্কা সফরেই নটরাজনকে নীল জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সেই সময়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।

কোভিড ১৯ টিকা নিলেন নটরাজন

বৃহস্পতিবার কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন টি নটরাজন। সেই মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার। একাধারে করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়া দেশের সব স্বাস্থ্যকর্মীকে কুর্নিশ জানিয়েছেন টি নটরাজন। ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফিট হচ্ছেন নটরাজন

চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। তাঁকে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন, তবে শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের জার্সি গায়ে ফের মাঠে নামবেন নটরাজন। সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

অস্ত্রোপচারের পর বাড়িতেই শরীরচর্চা

করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়ে গিয়েছে ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২১ সালের আইপিএল। বন্ধ হওয়ার আগেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ তথা টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর রিহ্যাবিলিটেশনের জন্য বাঁ-হাতি ফাস্ট বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়েছিল। সেখানকার ট্রেনারদের তত্ত্বাবধানে থাকার পর কিছুটা সুস্থ হয়ে উঠতেই বাড়ি ফিরে আসেন নটরাজন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ঘরেই তাঁর ফিটনেস ট্রেনিং চলছে।

পাখির চোখ শ্রীলঙ্কা সফর

চোটের কারণেই ভারতের ইংল্যান্ডগামী দলে টি নটরাজনকে রাখতে পারেনি বিসিসিআই। আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহহীন টিম ইন্ডিয়া। রথী-মহারথীদের অনুপস্থিতিতে সেই সফরে জাতীয় দলে সুযোগ পেলে টি নটরাজন বড় ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন দেশের ক্রীড়াপ্রেমীরা। তার আগে ওই বাঁ-হাতি ফাস্ট বোলার পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠেন কিনা, সেটাই দেখার।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Fit Indian fast bowler T Natarajn receives first dose of Covid 19 vaccine
Story first published: Thursday, May 27, 2021, 17:06 [IST]