যোগীর রাজ্যে ভ্যাকসিন কাণ্ড
উত্তর প্রদেশের নেপাল সংলগ্ন গ্রামে ভ্যাকসিন নিয়ে হুলুস্থূল পড়ে গিয়েছে। সিদ্ধার্থ নগরে গ্রামীণ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ২০ জন গ্রামবাসীকে একই ব্যক্তিকে করোনা টিকার দু রকমের ডোজ দেওয়া হয়েছে।অর্থাৎ প্রথম ডোজ কোভিশিল্ডের এবং দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তারপরেই ভ্যাকসিন নিয়ে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
দোষ স্বীকার সিএমওএইচের
সিদ্ধার্থনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ চৌধুরী স্বাকার করে নিয়েছেন পুরো ঘটনা। ভুল বশত স্বাস্থ্যকর্মীরা এই টিকাকরণ করেছেন বলে জানিয়েছেন তিনি। তার জন্য তদন্তও হয়েছে। তাতে তাঁদের চূড়ান্ত গাফিলতি ধরা পড়েছে। এবং যাঁরা এই ঘটনায় দোষী তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। কেন তাঁরা এটাকরলেন সেটা জানতে চাওয়া হয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের কাছে।
কেন্দ্রের সাফাই
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের আস্বস্ত করতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে দুটি ডোজ দু রকম ভ্যাকসিন দেওয়া হল শরীরে তেমন ক্ষতিকর কোনও প্রভাব পড়বে না। তবে এটা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভি কে পাল।
সুস্থ আছেন গ্রামবাসীরা
যাঁদের শরীরের দুটি ডোজ দুরকম করোনা টিকা দেওয়া হয়েছে তাঁদের শরীরে এখনও কোনও রকম খারাপ প্রভার দেখা যায়নি। তাঁরা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে এই নিয়ে।
দেশের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের! আরও একবছর বাড়ানো হল RAW এবং IB প্রধানের মেয়াদ