ইয়াস এখন নিম্নচাপে পরিণত
এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৬ মে রাত সাড়ে এগারোটা নাগাদ ইয়াস গতি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। সেই সময় তা ছিল দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে। পরবর্তী সময়ে তা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিহার ও উত্তর প্রদেশের দিকে যাবে এবং পরবর্তী ১২ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এদিন সকালে এই ইয়াসের বেগ ছিল ঘন্টায় ৫৫ কিমি।
সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি
এদিন সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এইসব জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৮.১২ নাগাদ কালবৈশাখী বয়ে যায় আলিপুর আবহাওয়া দফতরের ওপর দিয়ে। যার বেগ ছিল ঘন্টায় ৫৮ কিমি। দক্ষিণ পশ্চিম দিক থেকে এটি এসেছিল।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হলেও চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ জেলা। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা ল২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৮ (২৪ )
বালুরঘাট ২৬.৬
বাঁকুড়া ২৪.২ (২৪.৩)
ব্যারাকপুর ২৭.১
বহরমপুর ২৪.৬
বর্ধমান ২১.৮ (২৩.৬)
ক্যানিং ২৫.২ (২৫ )
কোচবিহার ২৫.৫ (২৬.৫)
দার্জিলিং ৯.৮ (১২)
দিঘা ২৫.৩ (২৪.৩)
কলকাতা ২৫.৭ (২৫.২)
মালদহ ২৫.৫ ( ২৫.২)
পানাগড় ২৪.৯
পুরুলিয়া ২৩.৫
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৪.৩ (২৫.১)