কলকাতা২৪x৭ঃ শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক(Tokyo Olympics) আয়োজিত হবে নাকি হবে না তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক। কিন্তু সেই দিন যত এগিয়ে আসছে ততই জাপানের বিভিন্ন মহল থেকে টুর্নামেন্টটি বাতিলের দাবিও জোরালো হচ্ছে। কিছুদিন আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির(IOC) ভাইস প্রেসিডেন্ট জন কোয়াটেস বলেছিলেন, জরুরি অবস্থাতেও অলিম্পিক আয়োজিত হবে। কিন্তু এবার অলিম্পিকের অন্যতম স্পনসর আশাহি শিমবুন(Asahi Shimbun) সংবাদপত্র বেঁকে বসেছে। ‘থ্রেট টু হেলথ’ কারণ দেখিয়ে তাঁরা অলিম্পিক বাতিলের দাবি তুলেছে। অলিম্পিক শেষ পর্যন্ত আয়োজন করা হবে কিনা তা সময়েই বলবে। তবে যদি আয়োজিত হয়, তবে ভারতকে পদক এনে দিতে পারে কোন কোন অ্যাথলিট তা এক ঝলকে দেখে নেওয়া যাক।
• বজরং পুনিয়া Bajrang Punia
৬৫ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর কুস্তিগির হলেন বজরং পুনিয়া। গত তিন বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। ২০১৮ সালে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতার পাশাপাশি ২০১৮ এবং ২০১৯ সালে পরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রুপো এবং ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন দেশেকে। তিনি একমাত্র ভারতীয় কুস্তিগির যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছেন। ২৭ বছর বয়সি বজরংয়ের বিশেষত্ব হল তাঁর দ্রুততা, শক্তি এবং হার না মানা মনোভাব।
• বিনেশ ফোগত Vinesh Phogat
মহিলাদের ৫৩ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর কুস্তিগির হলেন বিনেশ ফোগত। রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হাঁটুর এক চোটের কারণে তাঁকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু তারপর সেই চোট সারিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন তিনি। ২০১৮ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পদক জেতেন তিনি। কিয়েভ, রোম এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ- তাঁর শেষ তিন প্রতিযোগিতাতেই সোনা জিতেছেন তিনি। এছাড়া অলিম্পিক থেকে উত্তর কোরিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তাই বিশ্ব চ্যাম্পিয়ন পাক ইয়ং মি অংশগ্রহণ করতে পারবেন না। এটি বিনেশের পদক জেতার সম্ভাবনা কিন্তু বেশ অনেকটা বাড়িয়ে দিয়েছে।
• অমিত পঙ্ঘল Amit Panghal
বক্সিংয়ে দেশকে পদক এনে দেওয়ার অন্যতম দাবিদার হলেন অমিত পঙ্ঘল। ২০১৮ সালে এশিয়ান গেমসের ফাইনালে লাইট ফ্লাইওয়েট বিভাগে তিনি রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন হাসানবয় দুস্মাতভকে হারানোর পর থেকে আর পিছন ফিরে তাকাননি। এরপর অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য তিনি ২০১৯ সালে এশিয়ান গেমসে ফ্লাইওয়েট বিভাগে(৫২ কেজি) আবার দুস্মাতভকে হারান। অমিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় বক্সার। তিনি ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতেছেন।
• মেরি কম Mary Kom
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার মেরি কম এবারেও দেশকে পদক এনে দিতে পারেন। ৩৮ বছর বয়সি মণিপুরী বক্সার ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন। মেরি নিজের সারা কেরিয়ারে প্রধানত বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগ শাসন করে এসেছেন। তবে টোকিও অলিম্পিকে তাঁকে ফ্লাইওয়েট বিভাগে লড়তে দেখা যাবে।
• সৌরভ চৌধুরি Saurabh Chaudhary
টোকিও অলিম্পিকে সৌরভকে শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ এবং মনু ভাকেরের সঙ্গে মিক্সড টিম বিভাগে পারফর্ম করতে দেখা যাবে। শেষ দুই বছরে সৌরভ এবং মনু বিশ্বের সকল প্রতিযোগিতায় অসাধারণ পারফর্ম করেছেন। ১৯ বছর বয়সি সৌরভ নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত ১০টি ওয়ার্ল্ড কাপ পদক জিতেছেন। যার মধ্যে ৮টি স্বর্ণ পদক রয়েছে। এশিয়ান গেমসে সোনা জয়ী তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় শ্যুটার ।
• পিভি সিন্ধু PV Sindhu
রিও অলিম্পিকে রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবারও অলিম্পিকে দেশকে পদক এনে দিতে পারেন। ২৫ বছর বয়সি সিন্ধু ২০১৭ এবং ২০১৮ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পর ২০১৯ সালে একই প্রতিযোগিতায় সোনাও জিতেছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.