ভারতীয় আইন ব্যবস্থাকে ছোট করে দেখান বন্ধ করুন, টুইটারকে কড়া বার্তা কেন্দ্রের

ভারতীয় আইন মেনে কাজ করতে হবে। এই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ছোট করে দেখানো চেষ্টা করা বন্ধ করা হোক। টুইটারকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। ভারতে যথেষ্ট বাক স্বাধীনতা রয়েছে। সেটার আড়ালে গিয়ে আইনকে ছোট করা বা আইন না মানার চেষ্টা না করাই ভাল বলে জানিয়েছে কেন্দ্র। টুইটারকে এক প্রকার কড়া বার্তা দিয়েছে কেন্দ্র।

১৫ দিনের ডেডলাইন বেঁধে দিল কেন্দ্র, ডিজিটাল মিডিয়া বিধি ইস্যুতে কোমর কষছে মোদী সরকার ১৫ দিনের ডেডলাইন বেঁধে দিল কেন্দ্র, ডিজিটাল মিডিয়া বিধি ইস্যুতে কোমর কষছে মোদী সরকার

আইনের জালে টুইটার

আর বেহিসেবি হতে পারবে না সোশ্যাল মিডিয়া। তথ্য প্রযুক্তি আইন মেনেই চলচে হবে সোশ্যাল মিডিয়ায় জায়েন্ট টুইটারকে। কেন্দ্রের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। যা খুশি তাই টুইটার আর করতে পারবে না। তাতে নজরদারি চালাবে তথ্য প্রযুক্তি মন্ত্রক। কোনও রকম ক্ষতিকর বিষয় প্রকাশে রাশ টানতে হবে টুইটারকে এমনইএকাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে নয়া তথ্য প্রযুক্তি আইনে।

আপত্তি টুইটারের

ভারতের তথ্য প্রযুক্তি আইন নিয়ে বেজায় রুষ্ট টুইটার। ভারতীয় আইন অযাচিত ভাবে তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করা হয়েছে। পরোক্ষে ভারতের মানুষের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে টুইটার। টুইটাের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভারতের নতুন তথ্য প্রযুক্তি আইনে গণতান্ত্রিক ব্যবস্থার কোনও সামঞ্জস্য নেই। এই বিষয়টি নিয়ে তারা আরও আলোচনা চান।

কড়া বার্তা কেন্দ্র

তথ্য প্রযুক্তি আইন নিয়ে টুইটার যা বলছে তা একেবারেই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ছোট করে দেখানোর চেষ্টা বলে পাল্টা অভিযোগ করেছে কেন্দ্র। ভারতে যথেষ্ট বাক স্বাধীনতা রক্ষা করা হয়। এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তাকে ছোট করে দেখানোর চেষ্টা বন্ধ করা হোক। এই এটা কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না। ভারতের আইন মেনেই কাজ করতে হবে টুইটারকে।

হাতে আর ৩ মাস সময়

টুইটারকে ৩ মাস সময় দেওয়া হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি আইন নিয়ে সতর্ক করা হয়েছে। এই সময়ের মধ্যেই টুইটারকে ভারতের তথ্য প্রযুক্তি আইন মেনে কাজ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। যদি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো বড় সংস্থা সেই নিয়ম না মানে তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

More TWITTER News  

Read more about:
English summary
Center hit back twitter to unermine Indian Law asked to maintain as law instructed