ইয়াস বিধ্বস্ত বাংলা
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যপক ক্ষতি হয়েছে রাজ্যে। একদিকে ইয়াসের দাপট আর অন্যদিকে ভরা কোটালের জোয়ার। ভয়ঙ্কর ক্ষতি হয়েছে রাজ্যের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার উপকূলবর্তী জেলা গুলিতে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে ইয়াসের দাপটে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভেঙে গিয়েছে সংখ্য নদী বাধ। জল ঢুকে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম।
১৫ লক্ষ টাকার ক্ষতি
ইয়াস আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্নে জানিয়েছিলেন ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে রাজ্যে। তার দুদিন পরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানান এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিমাণ আরও বাড়তে পারে। এলাকা পরিদর্শনের পর আসল ক্ষয়ক্ষতির হিসেব জানা যাবে। তবে এখন থেকে ক্রাণ দিয়ে প্রাথমিক ভাবে। তাতে রাজ্যের তরফে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এলাকা পরিদর্শণে মমতা
আগামিকাল ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শণে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায়। তিনি প্রথমে যাবেন সাগরে সেখান থেকে সন্দেশখালি হয়ে চলে যাবেন পূর্ব মেদিনীপুরে। দিঘায় প্রশাসনিক বৈঠক করেেছন। সেখান থেকে তিনি চলে যাবেন কলাইকুণ্ডায়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইয়াস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার কথা রয়েছে।
দুয়ারে ত্রাণ
এবার ত্রাণ বণ্চন নিয়ে বেশি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন কারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তা জানতে দুয়ারে ত্রাণ কর্মসূিচ চলবে। তিনি জানিয়েছেন ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চলবে দুয়ারে ত্রাণ কর্মসূচি। ক্ষতিগ্রস্তদের আবেদন জানাতে হবে। সেটা খতিয়ে দেখে তার পর ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে।