আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ চিনের, করোনাকালে উহান ল্যাব বিতর্ক নিয়ে তুঙ্গে সংঘাত

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার গুপ্তচর বিভাগকে নির্দেশ দিয়েছে যাতে ৯০ দিনের মাথায় প্রেসিডেন্ট বাইডেনের টেবিল জমা পড়ে যায়, করোনা উৎস সম্পর্কীয় যাবতীয় তথ্য। এদিকে তার আগে 'ওয়াল স্ট্রিট জার্নাল' এর এক রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে আসে। যা নিয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে সরব হয়েছে চিন।

উহানের ল্যাব সম্পর্কীয় বিস্ফোরক তথ্য

ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী , উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজির ৩ সদস্যকে ২০১৯ সালে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁদের দেহে আচমকাই এক অসুস্থতা দানা বাঁধে। যে উপসর্গ তাঁদের দেহে দেখা যায়, তা করোনার উপসর্গের শামিল। এই ঘটনা চিনে করোনা মহামারীর কয়েক মাস আগের। এরপর থেকেই চিন সহ গোটা বিশ্বে ছড়িয়ে যায় করোনা। আর ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টেই কার্যত চাঞ্চল্য ফেলে দিয়েছে।

চিনের কয়লাখনিতে রহস্যজনক ঘটনা!

জার্নালের রিপোর্ট বলছে, করোনা ভাইরাসের ৭ বছর আগে, চিনের দক্ষিণ পশ্চিমপ্রান্তের এক কয়লা খনি থেকে শ্রমিকদের দেহের কিছু নমুনা সংগ্রহ করেন বিজ্ঞনীরা। সেই নমুনাতে এক রহস্যজনক অসুস্থতার তথ্য পাওয়া যায়। জার্নালে প্রকাশিত এই তথ্যই কার্যত কাঁপিয়ে দিয়েছে বহু মহলকে।

চিনের সোচ্চার বার্তা

এদিকে, চিন সাফ জানিয়েছে যে এই সমস্ত তথ্য শুধুমাত্র ষড়যন্ত্র। একটি ল্যাবোরেটারি সম্পর্কে কেবলই ভুয়ো তথ্য দেওয়া হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি বেজিংয়ের দাবি, এই তথ্য হু-য়ের রিপোর্টকে অসম্মান করছে।

কোমর কষছে আমেরিকা

এদিকে, উহানের ল্যাব বিতর্কের মাঝেই এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, করোনার উৎস সম্পর্কে ৯০ দিনের মধ্যে যেন মার্কিন গুপ্তচররা তাঁর কাছে রিপোর্ট জমা দেন। এর আগে, বেশ কিছু গবেষক দাবি করেছেন, এই ভাইরাস প্রাকৃতিক কারণে জন্মেছে। যদিও সেই তত্ত্বের পর আপাতত মার্কিনি রিপোর্টের দিকে তাকিয়ে তামাম বিশ্ব।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
China says US doing Conspiracies as Wuhan Covid lab theory gets new steam
Story first published: Thursday, May 27, 2021, 11:53 [IST]