দেশের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের! আরও একবছর বাড়ানো হল RAW এবং IB প্রধানের মেয়াদ

গুরুত্বপূর্ণ দেশের গোয়েন্দা বিভাগ। দুই গুপ্তচর সংস্থা 'র' এবং গোয়েন্দা সংস্থা 'আইবি' পরিচালনার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই দুই সংস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এই অবস্থায় দুই সংস্থার প্রধানদের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। ফলে আরও একবছর 'র' এর প্রধানের দায়িত্বে থাকবেন সামন্ত কুমার গোয়েল।

একইভাবে আরও একবছরের জন্য আইবির প্রধানের দায়িত্ব সামলাবেন অরবিন্দ কুমার। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আওয়াজ উঠছে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তানও। এই অবস্থায় অভিজ্ঞতা রয়েছে এমন অফিসারদের প্রয়োজন। আর সেই কারনেই দুই গুপ্তচর সংস্থার প্রধানের দায়িত্ব আরও একধাপ বাড়িয়ে দিল সরকার।

আজ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দেশের গুপ্তচর সংস্থা 'র' প্রধানের দায়িত্বে থাকা সামন্ত কুমার গোয়েলের। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ী, তাঁর মেয়াদ বৃদ্ধি করা হল।

আরও এক বছরের জন্য এই পদের দায়িত্ব সামলাবেন ১৯৮৪ সালের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার।

অন্যদিকে, একই ভাবে চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 'আইবি' প্রধান অরবিন্দ কুমারের। কিন্তু পূর্ব উল্লিখিত আইনে অসম ক্যাডারের এই আধিকারিকের মেয়াদও একবছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।

যদিও দুই আধিকারিকদের মেয়াদ বৃদ্ধির আগে মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটির কাছে অনুমতি চাওয়া হয়। সেই মতো এই মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে।

More RAW News  

Read more about:
English summary
Govt gives one-year extension to both RAW and IB chiefs