• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় রাজ্যপাল, ত্রাণ বণ্টন নিয়ে সতর্ক হওয়ার বার্তা

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের কাজের প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে লিখেছেন বিপর্যয় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে তার প্রশংসনীয়। তবে ত্রাণ বিলি ও পুনর্বাসন প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন সাহায্য পায় সেটা দেখতে হবে। এর আগে নবান্নের ইয়াস মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।

ইয়াসের তাণ্ডব

ইয়াসের তাণ্ডব

ইয়াস আছড়ে পড়েনি রাজ্যে। ল্যাজের ঝাপটা পড়েছে কেবল। তাতেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্বমেদিনীপুর, দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজ্যের। ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুেক বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করে গিয়েছে। লন্ডফন্ড দিঘা। গার্ড ওয়ালের পাথর ঢেউেয়ের তোড়ে উঠে এসেছে রাস্তায়। একাধিক হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের প্রস্তুতির প্রশংসা

রাজ্যের প্রস্তুতির প্রশংসা

ইয়াস আসার আগে প্রস্তুতি জানতে ২৪ তারিখ বিকেলে সটান নবান্নে হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেদিন নবান্নে কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেছিলেন রাজ্যপাল। বৈঠক শেষে রাজ্যের প্রস্তুতির প্রশংসা করেছিলেন রাজ্যপাল। ২৪ তারিখ রাত থেকেই নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী। রাত জেগেছেন তিনি। ৩০ ঘণ্টা নবান্নে কাটানোর পর বাড়ি ফিরে গিয়েছেন তিনি।

 মমতার প্রশংসায় রাজ্যপাল

মমতার প্রশংসায় রাজ্যপাল

ইয়াসে এখনও পর্যন্ত রাজ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বড় বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি। ত্রাণ শিবির গুলিতে খাবারের বন্দ্যোবস্ত করেছে সরকার। নেতা মন্ত্রীরা পথে নেমে কাজ করছেন আগে থেকেই বিদ্যুৎ পানীয় জল পরিষেবা নিয়ে সতর্ক ছিল রাজ্য সরকার। তাই টুইটকরে মমতার প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

 ত্রাণ বণ্টন নিয়ে বার্তা

ত্রাণ বণ্টন নিয়ে বার্তা

ত্রাণ বণ্টন নিয়ে মমতা সরকারকে সচেতন থারার বার্তা দিয়েছেন তিনি। টুইটে রাজ্যপাল লিখেছেন বিপর্যয় মোকাবিলায় রাজ্যের উদ্যোগ প্রশংসনীয়। তবে ত্রাণ বণ্টন ও প্রক্রিয়াকরণ সতর্ক থাকার বার্তা দিয়েছেন জগদীপ ধনখড়। টুইটে তিনি আরও লিখেছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন টাকা পান সেদিকে নজর রাখতে হবে।

English summary
Bengal Governor Jagdeep Dhakhar praised Mamata Banerjee for CycloneYaas managment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X