এখনও বিপর্যয় মুক্ত নয় মেদিনীপুর, আগামীকালও ঝড়ের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি

ঝড়ে লণ্ডভণ্ড দিঘা। উপড়ে পড়েছে অসংখ্য ঝাউগাছ। সমুদ্রের উত্তাল ঢেউ গার্ড ওয়ালের বড় বড় পাথর এনে ফেলেছে রাস্তায়। সমুদ্রের কাছে হোটলগুলি বিপর্যস্ত। ফাটল ধরেছে হোেটলের দেওয়ালে। থমথমে সৈকত শহর। আগামিকালও চলবে প্রকৃতির তাণ্ডব এমনই জানিয়েছে হাওয়া অফিস। আগামিকাল পূর্ব মেদিনীপুরে একাধিক জায়গায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে ইয়াসের দাপটে বাড়বে বৃষ্টি।

More CYCLONE News  

Read more about:
English summary
Weather update of Weat Bengal next 24 hours on 26 May
Story first published: Wednesday, May 26, 2021, 22:26 [IST]