মুখ্যমন্ত্রী কুর্সি কি হাত ছাড়া হবে ইয়েদুরাপ্পার, কর্নাটকের রাজনৈতিক মহলে নয়া জল্পনা

ইয়েদুরাপ্পার অগোচরেই কী তাঁকে সরানোর পরিকল্পনা করছে দিল্লি। এই নিয়ে সরগরম কর্নাটকের রাজনৈতিক মহল। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠের দাবি দিল্লিতে এই নিয়ে জল্পনা চলছে। কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে কয়েক জন বেঙ্গালুরুতে বৈঠক করছেন। কয়েকজন বিজেপি বিধায়ক মিলে বেঙ্গালুরু, হুবালিতে এই নিয়ে বৈঠক করেছেন বলে খবর।

মমতার নির্দেশের পরেই বাঁধ ভাঙা নিয়ে তদন্ত কমিটি গড়লেন সেচমন্ত্রী! সাতদিনের মধ্যেই রিপোর্টমমতার নির্দেশের পরেই বাঁধ ভাঙা নিয়ে তদন্ত কমিটি গড়লেন সেচমন্ত্রী! সাতদিনের মধ্যেই রিপোর্ট

ইয়েদুরাপ্পার কুর্সি নিয়ে জল্পনা

কর্নাটকে ভয়াবহ আকার নিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। অক্সিজেন নিয়ে হাহাকার চলছে গোটা রাজ্যে। এরই মধ্যে ইয়েদুরাপ্পার কুর্সি বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর ইয়েদুরাপ্পার জায়গায় অন্য কাউকে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়ে নাকি কর্নাটকের বিজেপির অন্দরেই দাবি উঠেছে। যদিও ইয়েদুরাপ্পার দাবি তাঁর কাছে এরকম কোনও খবর নেই। আপাতত তিনি নিজের রাজ্যবাসীকে কোভিড থেকে রক্ষা করার কাজেই বেশি গুরুত্ব দিতে চান।

ইয়েদুরাপ্পার বিরোধিতা

কর্নাটক বিজেপির অন্দরেই ইয়েদুরাপ্পার বিরোধিতা তৈরি হয়েছে। সূত্রের খবর বেঙ্গালুরু এবং হুবালিতে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এই নিয়ে গোপন বৈঠক করেছেন। এবং তাতে আরও অনেক বিজেপি বিধায়ক সামিল হতে চলেছেন বলে দাবি করেছেন তিনি। তাঁরা নাকি দিল্লিকে ইয়েদুরাপ্পাকে সরানোর কথা বলেছেন। এই নিয়ে তুমুল রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে কর্নাটকে।

মুখ্যমন্ত্রী হওয়ার দাবি

ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সিপি যোগেশ্বরা। তিনি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানিয়ে এসেছেন। বিজেপির অরবিন্দ বালাড ও নিজেকে মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য বলে দিল্লিকে জানিয়েছে। আরও অনেক বিজেপি বিধায়ক তাঁদের সমর্থন জানাবেন বলে শোনা যাচ্ছে। যদিও ইয়েদুরাপ্পা পন্থীদের দাবি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর ভুল করবে না।

৭ জুন বৈঠক ডেকেছেন ইয়েদুরাপ্পা

লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ জুন বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। মনে করা হচ্ছে সেই বৈঠকেই বিদ্রোহীদের কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।নিজের অনুগামীদের একজোট করে রাখাই এখন বড় চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পার।

More BS YEDDYURAPPA News  

Read more about:
English summary
Specucation on Karnataka BJP may replace BS Yediyurappa as CM