মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বদনাম করতে করোনা ছড়িয়ে দেওয়ার ছক! বিজেপির হোয়াটসঅ্যাপ ফাঁস করলেন দেবাংশু

মানুষের রায় মেনে নিতে পারেনি বলেই বিজেপির বিরুদ্ধে একাধিকবার প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্যোগের সময় যখন একেবারে মাঠে নেমে কাজ করছে তৃণমূল সরকার। তখন পুরুলিয়ায় ঘৃণ্য রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে!

বিজেপির কোর কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকারকে অস্বস্তিতে ফেলার ছক ফাঁস! তৃণমূল নেতা দেবাংশু বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়াতে বিজেপির ওই হোয়াটস অ্যাপের স্ক্রিণ শর্ট তুলে দেওয়ার পরেই ভাইরাল সেটি।

সরকারকে ফাঁসাতে ছক!

হোয়াটস অ্যাপের যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বলা হচ্ছে, "ঘর পাবে বলে প্রশাসনের ত্রাণ শিবির বা স্কুলগুলিতে বেশি করে লোক ঢুকিয়ে দাও। ফলে করোনা হবে। সরকার ফাঁসবে।" বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর এই নির্দেশে সম্মতি দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা দলের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া জেলা বিজেপির কোর কমিটির এই গ্রুপের কথোপকথন স্ক্রিন শটের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিন শটের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া।

ভাইরাল স্ক্রিণ শর্টে আরও কি বলা হচ্ছে

ভাইরাল হওয়া ওই স্ক্রিন শটের কথোপকথনে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলছেন, "সব থেকে ভালো হবে বেশি করে লোক স্কুলগুলিতে ঢুকিয়ে দাও আর সবাইকে বলে দাও যে সবাই ঘর পাবে। যত বেশি লোক একসাথে থাকবে করোনা হবে আর সরকার ফাঁসবে, প্রত্যেকটি অঞ্চলে খবর দিয়ে দাও।" এই নির্দেশের পরই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন, "আপনি বলে দিন। সেন্ট্রালকে বলে আমি মিডিয়াতে দিয়ে দেব। আমাদের কর্মীদেরকে বলতে হবে বেশি করে ফটো ভিডিও করে।"

স্ক্রিণ শর্ট ফেক

বিজেপির কোর কমিটির হোয়াটস অ্যাপের চ্যাট ফাঁস হতেই প্রবল চাপের মুখে বিজেপি। যদিও পুরুলিয়া জেলা বিজেপির তরফে ভাইরাল হওয়া ওই স্ক্রিন শট সম্পূর্ণ ফেক বলে জানানো হয়েছে। পুরুলিয়াতে বিজেপির মাটি শক্ত। আর তাই ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "পুরোটাই ফেক। এ কাজ তৃণমূলের করা। আমি আইনত ব্যবস্থা নেব।" তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা তৃণমূল। পালটা শাসকদলের দাবি, "ওদের নোংরা রাজনীতি প্রকাশ্যে চলে আসতেই বিপাকে পড়েছেন। যা খুশি তাই বলছেন।" পুরুলিয়া জেলা প্রশাসন তথা জেলা পুলিশের কাছেও ওই ভাইরাল হওয়া স্ক্রিন শট গিয়েছে। জেলা পুলিশের তরফেও এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাইবার ক্রাইমের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আজ সবটা জনসমক্ষে!

সোশ্যাল মিডিয়াতে সেই স্ক্রিণ শর্ট তুলে দিয়েছেণ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশাল সাইটে লিখেছেন, "এই রকম একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন স্বয়ং নির্বাচিত একজন সাংসদ! এর আগেও বারবার বিভিন্ন রকম চক্রান্ত রচিত হয়েছে, যেগুলো আমরা বুঝতে পারিনি। কিংবা হয়ত বুঝতে পারলেও আমাদের হাতে প্রমাণ ছিল না। আজ সবটা জনসমক্ষে! ভাবতেও লজ্জা করছে!"

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
bjp leader whatsapp chat goes viral