গঙ্গার জলস্তর বাড়ায় আশঙ্কা কলকাতার
মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে রাত পাহারায় থেকে কলকাতা নিয়ে তটস্থ। ঝড়ের তাণ্ডবের সঙ্গে ভরা কোটাল আর চন্দ্রগ্রহণে গঙ্গার জলস্তর বাড়ায় কলকাতার বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়বে। আর বৃষ্টির জল বেরোতে পারবে না। ফলে দীর্ঘক্ষণ জলমগ্ন থাকার সম্ভাবনা তৈরি হয়েছে তিলোত্তমা কলকাতার।
নেতা-মন্ত্রী-বিধায়কদের তদারকির দায়িত্ব
তবে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন, তাঁরা তৈরি কলকাতার এই পরিস্থিতি মোকাবিলার জন্য। যেহেতু গঙ্গার জলস্তর বাড়ায় জল নির্গমণের সমস্ত পথ বন্ধ রাখতে হচ্ছে, সেহেতু বিকল্প ব্যবস্থা করা হয়েছে। প্রতি এলাকায় তদারকির জন্য রাখা হয়েছে নেতা-মন্ত্রী-বিধায়কদের দায়িত্ব দিয়েছেন। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ করছেন।
৭৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় সমুদ্র উপকূলে
মৌসম ভবন মঙ্গলবার জানিয়েছে, ওড়িশার ধামড়ার কাছে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ইয়াস। তার জেরে প্রধানত বাংলার দুই জেলায় প্রভাব পড়ব। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূল এলাকায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেইসঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে।
গঙ্গার জলের উচ্চতা সর্বোচ্চ হবে ভরা জোয়ারে
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা মহানগর ও তৎসংলগ্ন হাওড়া হুগলিতে ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল ৯টা থেকে নদীতে শুরু হয়েছে ভরা জোয়ার। পৌনে এগারোটা নাগাদ জোয়ার সর্বোচ্চ সীমায় পৌছবে। গঙ্গার জলের উচ্চতা সর্বোচ্চ হবে।
১৭.২৫ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে যাবে গঙ্গা
কলকাতা পুরসভরা নিকাশি বিভাগের প্রশাকমণ্ডলীর সদস্য তার সিং জানিয়েছেন, গঙ্গার জলস্তর বাড়ায়, যাতে জল শহরে প্রবেশ করতে না পারে, তার জন্য সমস্ত লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গার জলস্তর কমলে তা খুলে দেওয়া হবে, তখনই বৃষ্টির জমা জল বেরোতে শুরু করবে। মঙ্গলবার গঙ্গার জলস্তর ছিল ১৬.৭৫ ফুট। বুধবার তা ১৭.২৫ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে যাবে।