জুনেই কিশোর-কিশোরীদের টিকাকরণের আর্জি
১২-১৭ বছরের মধ্যে অর্থাৎ বয়ঃসন্ধিতে থাকা নাগরিকদের উপসর্গ থাকলে, সেক্ষেত্রে দু'ডোজের পর প্রায় ১০০% সুরক্ষা দেবে তাদের এমআরএনএ সমৃদ্ধ টিকা, দাবি মডার্নার। এই বয়সের কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার দাবিতে আগামী জুনেই মার্কিন খাদ্য ও ড্রাগ মন্ত্রকের (এফডিএ) কাছে আবেদন জানাতে চলেছে মডার্না।
৩,৭৩২ জনের উপর গবেষণা মডার্নার
মডার্না সূত্রে খবর, এর জন্য ১২-১৭ বছর বয়সী ৩,৭৩২ জনের উপর বিজ্ঞানসম্মত উপায়ে গবেষণা চালানো হয়। প্রথম ডোজ দেওয়ার পরে সাফল্যের হার দাঁড়ায় প্রায় ৯৩ শতাংশে। পাশাপাশি দ্বিতীয় ডোজের পর কেউই মারাত্মকবাবে করোনা আক্রান্ত হননি বলেও জানা যায়। এদিকে সিডিসির বিধি অনুযায়ী, এহেন গবেষণায় মডার্নার টিকার সাফল্যের হার ১০০ শতাংশ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট মোতাবেক, আগামী একবছর নজরদারির আওতায় থাকবেন টিকা গ্রহীতারা।
প্রশ্নের মুখে মার্কিন সরকারের টিকাকরণ নীতি
বয়ঃসন্ধিকালে থাকা নাগরিকদের উপর এমআরএনএ-১২৭৩ টিকার এহেন চমকপ্রদ ফলাফলে স্তম্ভিত মডার্না। আগামীতে করোনা দূরীকরণে যে এই টিকা পথ দেখাবে, সে বিষয়ে আশাবাদী আন্তর্জাতিক বিজ্ঞানমহল। যদিও বর্তমান সময়ে কোভিডের যাঁতাকলে শিশুদের থেকে প্রাপ্তবয়স্করা যে অধিক সমস্যায় পড়ছেন, তা মেনে নিচ্ছেন সকলেই। ফলে পূর্ণবয়স্কদের আগে বয়ঃসন্ধিকালের নাগরিকদের আগে টিকাকরণের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে।
ফাইজারের সঙ্গে টেক্কা দিতে তৈরি মডার্না?
১২-১৫ বছর বয়সীদের জন্য আগেই আগেই টিকা প্ৰস্তুত করে ফেলেছে ফাইজার-বায়োএনটেক। সেই দৌড়ে নাম লেখাল মডার্নাও। আগামীতে ৬ মাস থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা তৈরির জন্য কাজ শুরু করবে মডার্না ও ফাইজারের মতো সংস্থাগুলি, খবর আন্তর্জাতিক সূত্রে। অন্যদিকে ভারতে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পাশাপাশি টিকাকরণের দৌড়ে নাম লেখাচ্ছে স্পুটনিক-ভি। যা নিয়ে ক্রমেই চড়ছে আশার পারদ।