প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে কখনও মেঘলা আকাশ এবং কখনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড় থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে। কালিম্পং, দার্জিলিং-এ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ জেলায়। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ২-৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অতিপ্রবল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকের কিছু অংশে। এছাড়াও এদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উপকূলের খুব কাছে ইয়াস

এদিন সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উপকূলের খুব কাছে পৌঁছে গিয়েছে ইয়াস। গত ছয় ঘন্টায় ঘূর্ণিঝড় এগিয়েছে ঘন্টায় ১৫ কিমি বেগে। আটটা নাগাদ ওড়িশার ধামড়া থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান ৩২ কিমি পূর্বে। আর দিঘা ও বালাসোর থেকে ৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে। বর্তমানে ঘূর্ণিঝড়ের বেগ রয়েছে ঘন্টায় ১৩০ থেকে ১৪০ কিমি। কোনও কোনও সময় তা বেড়ে ঘন্টায় ১৫৫ কিমি হচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪ (২৩.৮)
বালুরঘাট (২৭.৬)
বাঁকুড়া ২৪.৩ (২৫.৫)
ব্যারাকপুর (২৫.৪)
বহরমপুর (২৫)
বর্ধমান ২৩.৬ ( ২৫ )
ক্যানিং ২৫ (২৬.৬)
কোচবিহার ২৬.৫ (২৪.১)
দার্জিলিং ১২ (১২)
দিঘা ২৪.৩ (২৩.৯)
কলকাতা ২৫.২ (২৫.৫)
মালদহ ২৫.২ (২৪.৯)
পানাগড় (২৪.৯)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি ( ২৫ )
শ্রীনিকেতন ২৫.১ ( ২৩.৭ )

দিঘা ও ধামড়ার আরও কাছে ইয়াস, সর্বোচ্চ ঘন্টায় ১৫৫ বেগে আছড়ে পড়ার সম্ভাবনা, জারি লাল সতর্কতাদিঘা ও ধামড়ার আরও কাছে ইয়াস, সর্বোচ্চ ঘন্টায় ১৫৫ বেগে আছড়ে পড়ার সম্ভাবনা, জারি লাল সতর্কতা

ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল আপডেট | Oneindia Bengali

More WEATHER News  

Read more about:
English summary
Weather report of Kolkata and West Bengal for 26 May, 2021 in Bengali on cyclone yaas