ভ্যাকসিন অপচয়
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৩৭ শতাংশের ওপর ভ্যাকসিন অপচয় হয়েছে ঝাড়খণ্ডে অন্যদিকে ৩০.২ শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ছত্তিশগড়ে। এছাড়াও তামিলনাড়ুতে ১৫.৫ শতাংশ, জম্মু-কাশ্মীরে ১০.৮ শতাংশ, মধ্যপ্রদেশে ১০.৭ শতাংশ ভ্যাকসিন অপচয় হয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন অপচয়ের জাতীয় গড় হল ৬.০৩ শতাংশ। মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে অনুরোধ জানানো হয়েছে যে ভ্যাকসিন অপচয় যেন এক শতাংশের নীচে থাকে।
সুস্থতার হার বেড়েছে দেশে
বুধবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে করোনায় সুস্থতার হার ৮৯.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বস্তির খবর এই যে টানা ২দিন ধরে সাপ্তাহিক পজিটিভ হার ১১.৪৫ শতাংশ এবং দৈনিক পজিটিভ হার ১০ শতাংশের নীচে ৯.৪২ শতাংশে দাঁড়িয়ে রয়েছে। ভ্যাকসিন ডোজ অপচয়ের মধ্যেই ২০ কোটির বেশি ডোজ এখনও পর্যন্ত দেশজুড়ে ব্যবহার করা হয়েছে।
কিশোর-কিশোরীদের শরীরে কার্যকর মর্ডানা ভ্যাকসিন, জুনে মিলতে পারে অনুমোদন, দাবি সংস্থার
মৃত্যুর সংখ্যা কমেনি দেশে
তবে মৃত্যুর সংখ্যা দেশে ৩ লক্ষ অতিক্রম করে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মৃত্যুর মধ্যে দেড় লক্ষ জন শুধু করোনার দ্বিতীয় ওয়েভেই মারা গিয়েছে। মৃত্যু নিয়ে তাই উদ্বিগ্নে রয়েছে কেন্দ্র সরকার। যদিও দৈনিক সংক্রমণ এখন ২ লক্ষ থেকে নেমে এসেছে। যেটা আশার খবর বলে মনে করছে সরকার।
লকডাউন–কার্ফু জারি
করোনা সংক্রমণ দমন করতে একাধিক রাজ্য লকডাউন ও কার্ফু জারি করেছে। যার ফলে সেই সব রাজ্যেও দৈনিক সংক্রমণের হার ক্রমেই কমছে। তবে চিন্তায় রেখেছে তামিলনাড়ু ও কর্নাটকের মতো দক্ষিণের রাজ্যগুলি।