ভূবনেশ্বর ও কলকাতা: প্রবল শক্তি নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ইয়াস। আর কিছুক্ষণের মধ্য়েই স্থলভাগে আছড়ে পড়বে। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী ও NDRF।

সকাল ৭.৪০: ১৫ হাজার ওয়ার্কফোর্স তৈরি রেখেছে টাটা পওয়ার। দুর্যোগের পর যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায় তাই এই বন্দোবস্ত।

সকাল ৭.৩০: দিঘায় প্রবল জলচ্ছ্বাস। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে।

সকাল ৭.২০: ওডিশার ধামড়া ও ভদ্রকে শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া।

সকাল ৭.১৫: ধমড়া থেকে ৪০ কিলোমিটার পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ধর্মার উত্তর ও বালেশ্বরের দক্ষিণ দিয়ে আজ দুপুরেই স্থলভাগে ঢুকবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার।

VERY SEVERE CYCLONIC STORM ‘YAAS’ CENTRED ABOUT 40 KM EAST OF DHAMRA AND 90 KM SOUTH-SOUTHEAST OF https://t.co/usAtM8ohaq CROSS NORTH ODISHA-WEST BENGAL COASTS TO THE NORTH OF DHAMRA AND SOUTH OF BALASORE NOON OF 26TH MAY AS A VSCS WITH WIND SPEED OF 130-140 KMPH. pic.twitter.com/UW0y8KfJRE

— India Meteorological Department (@Indiametdept) May 26, 2021

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.