সন্ত্রাস দমনে সিদ্ধহস্ত, কাজ গুপ্তচর সংস্থাতেও! দীর্ঘ অভিজ্ঞতাই প্রধান অস্ত্র নয়া সিবিআই প্রধানের

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত হয়েছে পরবর্তী সিবিআই প্রধানের নাম। হারাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইপিএস আধিকারিক সুবোধকুমার জয়সওয়ালই হয়েছেন সিবিআই এর নতুন অধিকর্তা। এদিকে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে নিয়ে গঠিত বিশেষ নির্বাচন কমিটিতে পরবর্তী সিবিআই প্রধান নিয়োগ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে।

বাদ পড়ল মোদী-শাহদের পছন্দের প্রার্থীদের নাম

সোমবার দীর্ঘ ৯০ মিনিট বৈঠক হয় বলে জানা যায়। তারপরেই হয় চূড়ান্ত সিদ্ধান্ত। বাদ পড়েন মোদী এবং অমিত শাহের ‘ঘনিষ্ঠ' বলে পরিচিত ওই দুই প্রার্থী রাকেশ আস্থানা এবং যোগেশচন্দ্র মোদী। যদিও তাদের অবসরের আগে আর মাত্র কিছু মাস বাকি থাকাতেই তাদের দায়িত্ব দেওয়া যায়নি বলে মত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সিবিআই-এর ডিরেক্টরের পদটি খালি পড়ে ছিল বলে খবর।

অভিজ্ঞতা ও দক্ষতাই প্রধান অস্ত্র সুবোধকুমার জয়সওয়ালের

এর আগে সিবিআইয়ের গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন ঋষিকুমার শুক্ল। তাঁর দুবছরের মেয়াদ শেষের পর বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন প্রবীণ কুমার সিনহা। এবার তাদেরই উত্তরসূরি হিসাবে কাজে যোগ দিচ্ছেন সুবোধকুমার জয়সওয়াল। বর্তমানে তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন বলে খবর।

কাজ করেছেন গুপ্তচর সংস্থাতেও

এদিকে কর্মজীবনের শুরু থেকেই দেশের বিভিন্ন গোয়েন্দা বিভাগের একাধিক গুরু দায়িত্ব সামলেছেন এই বরিষ্ঠ আইপিএস অফিসার। মহারাষ্ট্র পুলিশের প্রধানের পাশাপাশি মুম্বই অ্যান্টি টেরোরিসম স্কোয়াডেও কাজ করেছেন সুবোধ কুমার জয়সওয়াল। একইসাথে প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপেও কাজ করেছেন তিনি। পাশাপাশি দেশের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের বা ‘র'-এর হয়েও আগে কাজ করেছেন বলে খবর।

মুম্বইয়ের একাধিক বড় হামলার তদন্তভার সামলেছেন সিবিআই প্রধান

অন্যদিকে দুর্নীতি দমন হোক বা সন্ত্রাস মোকাবিলা দুই ক্ষেত্রেই সিদ্ধহস্ত নয়া সিবিআই প্রধান। তদন্ত করেছেন তেলগি স্ট্যাম্প পেপার কেলেঙ্কারীতেও। ২০০৬ সালে মুম্বই বিস্ফোরণ হোক বা ২০০৮ সালের ২৬/১১-র মুম্বই হামলা, বাণিজ্যনগরীতে একাধিক বড় হামলার তদন্তভার সামলেছেন সুবোধ কুমার জয়সওয়াল। তারঁ হাত ধরে সাফল্যও এসে্ছে একাধিক তদন্তে। বর্তমান সময় থেকে আগামী দু-বছরের জন্য সিবিআই প্রধানের দায়িত্ব সামলাবেন তিনি।

ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা! দিঘাতে পাঠানো হচ্ছে আরও এনডিআরএফের টিমভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা! দিঘাতে পাঠানো হচ্ছে আরও এনডিআরএফের টিম

More MUMBAI News  

Read more about:
English summary
career of CBI chief IPS Subodh Kumar Jaiswal at a glance