ধোনির অবসরের পরই জাতীয় দলের প্রথম একাদশে নিয়মিত সুযোগ, স্বীকার সোজাসাপ্টা ঋদ্ধির
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই যে তিনি জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতে শুরু করেছেন, তা সোজাসাপ্টা ভাষায় জানালেন ঋদ্ধিমান সাহা। জানিয়েছেন ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেকের পরেও কীভাবে তাঁকে চার বছর কেবল এমএসডির ছায়া হয়ে থাকতে হয়েছে। সেই সময়ে 'মাহি ভাই'-এর কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কী বললেন ঋদ্ধিমান
এমএস ধোনির কেরিয়ারের সেরা সময়ে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ঋদ্ধিমান সাহার। ফলে ওই সময় তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না বলে স্বীকার করেছেন সাহা। কোনও রাখঢাক না করে বলেছেন, ভারতীয় টেস্ট দলে এমএস ধোনির উপস্থিতিতে তাঁর পক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া সম্ভবই ছিল না। কিন্তু এই দীর্ঘ সময়ে ধোনির ছায়ায় থেকে তিনি নিজেকে তিল তিল করে ধারালো করে তুলেছিলেন বলে জানিয়েছেন ঋদ্ধি।

হঠাৎ সুযোগ চলে এসেছিল
২০১০ সালে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তারপর থেকে চার বছর তাঁকে দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে খুশি থাকতে হয়েছে। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফর চলার সময় আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি। ফলে তখন তাঁর কাছে জাতীয় দলের প্রথম একাদশে খেলার সুযোগ হঠাৎ করেই চলে এসেছিল বলে জানিয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি সেই সুযোগের জন্য প্রস্তুত ছিলেন বলেও জানিয়েছেন ঋদ্ধি।

টানা চার বছর ভারতীয় দলের প্রথম একাদশে
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে টানা খেলার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এরপর চোট-আঘাতে জর্জরিত হওয়ার কারণে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয়। তবে ফিরে এসে ফের নিজেকে প্রমাণ করেছেন ঋদ্ধি। সদ্য করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ইংল্যান্ডগামী ভারতের টেস্ট দলে রাখা হয়েছে।

ঋদ্ধির টেস্ট কেরিয়ার
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান সাহা। ১২৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। লাল বলের ফর্ম্যাটে দেশের হয়ে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন ঋদ্ধি। টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৯২টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাটসম্য়ানকে ১ বার রান আউট ও ১১ বার স্ট্যাম্প করেছেন সাহা।