মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত
প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে বিশালাকার ঢেউ। সমুদ্রের জলস্তরের ফলে নদীও উত্তাল হয়েছে। মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা। কাকদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। কাকদ্বীপ হাসপাতালের সামনে এক হাঁটু জল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে পড়েছে।
সাগরদ্বীপও লন্ডভন্ড ইয়াসের জেরে
সাগরদ্বীপও লন্ডভন্ড ইয়াসের জেরে। সাগরের কচুবেড়িয়া, সাউঘেরি, বাসস্ট্যান্ড জলমগ্ন। পূর্ণিমার ভরা কোটাল তারপর ইয়াসের তাণ্ডবে নদীর জল ঢুকে পড়েছে গ্রামে গ্রামে। সাগরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের মানুষকে বিভিন্ন ফ্লাড সেন্টারে রাখা হয়েছে। যে সমস্ত গ্রামে জল ঢুকেছে বাসিন্দাদের দ্রুত উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।
উথাল-পাথাল সাগর, ডুবল কপিল মুনির আশ্রম, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভাসছে ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি
পূর্ব মেদিনীপুরে ভেঙেছে ৫১টি বাঁধ
নদীর জলে ধামাখালির গ্রামে ঢল ঢুকছে। বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। শুধু দক্ষিণ ২৪ পরগনা বা উত্তর ২৪ পরগনা নয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খারাপ অবস্থা পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে নদীর উত্তাল পরিস্থিতিতে প্রায় ৫১টি বাঁধ ভেঙেছে। ৭০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত। গ্রামের পর গ্রাম জলমগ্ন পরিস্থিতি।
নদী তীরবর্তী জেলাও জলমগ্ন
সমুদ্রের উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি নদী তীরবর্তী হাওড়া, হুগলিও জলমগ্ন। হাওড়ার ভাগীরথী ও রূপনারায়ণ নদীর জলস্কতর বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। বহু জায়গায় নদী বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে, বহু জায়গায় বাঁধ উপচে জল চলে এসেছে গ্রামে।