২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ শুরু, কলকাতা, মালদা সহ বহু এলাকায় বিরল দৃশ্য কখন দেখা যাবে, জানুন

সুপার সাইক্লোন ইয়াস (Cyclone Yaas) এর প্রবল তাণ্ডবলীলা সমাপ্ত হতেই এবার দেশ দেখতে চলেছে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। ২৬ মে যেমন ইয়াসের বিধ্বংসী দাপট দেখেছে ভারতের পূর্ব উপকূলের পশ্চিমবঙ্গ ও ওড়িশা, তেমনই আজ বুদ্ধপূর্ণিমার দিন সূর্য আকাশের কোলে ডুবতেই অল্প কিছুক্ষণের জন্য দেশের বিভিন্ন শহরে চন্দ্রগ্রহণের আংশিক গ্রাসের কিছু বিরল দৃশ্য দেখা যাবে। তবে অবশ্যই সেজন্য চাই পরিষ্কার আকাশ।

চন্দ্রগ্রহণ শুরু

ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২:১৭ মিনিটে আজ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। গ্রহণের সুতককাল বলে শাস্ত্র মতে আপাতত কিছু নেই বলে দাবি করেছেন বহু বিশেষজ্ঞ। গ্রহণের সম্পূর্ণ পর্ব সন্ধ্যে ৭ টা ১৯ মিনিটে ছাড়ার কথা। তার আগে ৬:২৩ মিনিটেই গ্রহণের চরম পর্যায় অতিক্রম করে যাবে। মূলত গ্রাস ১৪ মিনিট স্থায়ী হবে বলে খবর।

চন্দ্রগ্রহণের আংশিক গ্রাস কতক্ষণ?

চন্দ্রগ্রহণের আংশিক গ্রাস এদিন দুপুর ৩:১৫ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে। এরপর , তা কাটবে ৬:২২৩ মিনিটে। কলকাতা সহ দেশের একাধিক শহরে চন্দ্রোদয়ের সময় ধরলে এই আংশিক গ্রাসই দেখা যাবে। একনজরে দেখা যাক ভারতের কোন কোন শহরে চন্দ্রগ্রহণের সময়কাল।

কলকাতায় চন্দ্রোদয় ও গ্রহণ

কলকাতায় এদিন ৬:১৫ মিনিটে চন্দ্রোদয় হওয়ার কথা রয়েছে। ফলে মনে করা হচ্ছে ৮ মিনিট এই শহরে গ্রহণ দেখা যাবে। তবে তার জন্য প্রধান শর্ত পরিষ্কার আকাশ।

মালদা, কোচবিহারে দেখা যাবে গ্রহণ!

মালদায় ৬:২১ মিনিটে চন্দ্রোদয় হবে। গ্রহণ ২ মিনিট দেখা যেতে পারে। সাইক্লোন বিধ্বস্ত দিঘায় চন্দ্রোদয় ৬:১৬ মিনিটে গ্রহণ দেখা যাবে ৭ মিনিট। কোচবিহারে চন্দ্রোদয় ৬:১৮ মিনিট, গ্রহণ দেখা যাবে ৮ মিনিট ধরে। ডায়ামন্ডহারবারে চন্দ্রোদয়৬:১৫মিনিটে, গ্রহণ ৮ মিনিট দেখা যাবে।

পূর্ব ভারতের একাধিক শহরে দেখা যাবে গ্রহণ

আগরতলায় চন্দ্রোদয় ৬:৬ মিনিটে, গ্রহণ দেখা যাবে ১৭ মিনিট। আইজলে চন্দ্রোদয় ৫:৫৯ মিনিটে, গ্রহণ দেখা যাবে ২৪ মিনিট। চেরাপুঞ্জিতে চন্দ্রোদয়৬:১৬ মিনিটে গ্রহণ ১৭ মিনিট ধরে দেখা যাবে। গুয়াহাটিতে চন্দ্রোদয় ৬:০৯ মিনিটে , গ্রহণ দেখা যাবে ১৪ মিনিট। ইটানগরে চন্দ্রোদয় ৬:০২ মিনিটে গ্রহণ ২১ মিনিট ধরে দেখা যাবে। পারাদীপে চন্দ্রোদয় ৬:১৮ মিনিটে , গ্রহণ দেখা যাবে ৫ মিনিট। পোর্টব্লেয়ারে চন্দ্রোদয় ৫:৩৮ মিনিটে , গ্রহণ দেখা যাবে ৪৫ মিনিট। পুরীতে চন্দ্রোদয় ৬:২১ মিনিটে, গ্রহণ দেখা যাবে ২ মিনিট। শিবসাগরে ৫:৫৮ মিনিটে চন্দ্রোদয়, গ্রহণ দেখা যাবে ২৫ মিনিট ধরে। শিলচলে ৬:০১ মিনিটে চন্দ্রোদয়, গ্রহণ দেখা যাবে ২২ মিনিট ধরে।

২৬ মে চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, বুদ্ধপূর্ণিমার মধ্যেই সাইক্লোনের তাণ্ডব আসন্ন, বৈদিক জ্যোতিষ গণনা কী বলছে২৬ মে চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, বুদ্ধপূর্ণিমার মধ্যেই সাইক্লোনের তাণ্ডব আসন্ন, বৈদিক জ্যোতিষ গণনা কী বলছে

More LUNAR ECLIPSE News  

Read more about:
English summary
Lunar Eclipse on 26 May 2021 begins, List of Indian Cities including Kolkata To Watch Chandragrahan
Story first published: Wednesday, May 26, 2021, 14:48 [IST]