চন্দ্রগ্রহণ শুরু
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২:১৭ মিনিটে আজ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। গ্রহণের সুতককাল বলে শাস্ত্র মতে আপাতত কিছু নেই বলে দাবি করেছেন বহু বিশেষজ্ঞ। গ্রহণের সম্পূর্ণ পর্ব সন্ধ্যে ৭ টা ১৯ মিনিটে ছাড়ার কথা। তার আগে ৬:২৩ মিনিটেই গ্রহণের চরম পর্যায় অতিক্রম করে যাবে। মূলত গ্রাস ১৪ মিনিট স্থায়ী হবে বলে খবর।
চন্দ্রগ্রহণের আংশিক গ্রাস কতক্ষণ?
চন্দ্রগ্রহণের আংশিক গ্রাস এদিন দুপুর ৩:১৫ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে। এরপর , তা কাটবে ৬:২২৩ মিনিটে। কলকাতা সহ দেশের একাধিক শহরে চন্দ্রোদয়ের সময় ধরলে এই আংশিক গ্রাসই দেখা যাবে। একনজরে দেখা যাক ভারতের কোন কোন শহরে চন্দ্রগ্রহণের সময়কাল।
কলকাতায় চন্দ্রোদয় ও গ্রহণ
কলকাতায় এদিন ৬:১৫ মিনিটে চন্দ্রোদয় হওয়ার কথা রয়েছে। ফলে মনে করা হচ্ছে ৮ মিনিট এই শহরে গ্রহণ দেখা যাবে। তবে তার জন্য প্রধান শর্ত পরিষ্কার আকাশ।
মালদা, কোচবিহারে দেখা যাবে গ্রহণ!
মালদায় ৬:২১ মিনিটে চন্দ্রোদয় হবে। গ্রহণ ২ মিনিট দেখা যেতে পারে। সাইক্লোন বিধ্বস্ত দিঘায় চন্দ্রোদয় ৬:১৬ মিনিটে গ্রহণ দেখা যাবে ৭ মিনিট। কোচবিহারে চন্দ্রোদয় ৬:১৮ মিনিট, গ্রহণ দেখা যাবে ৮ মিনিট ধরে। ডায়ামন্ডহারবারে চন্দ্রোদয়৬:১৫মিনিটে, গ্রহণ ৮ মিনিট দেখা যাবে।
পূর্ব ভারতের একাধিক শহরে দেখা যাবে গ্রহণ
আগরতলায় চন্দ্রোদয় ৬:৬ মিনিটে, গ্রহণ দেখা যাবে ১৭ মিনিট। আইজলে চন্দ্রোদয় ৫:৫৯ মিনিটে, গ্রহণ দেখা যাবে ২৪ মিনিট। চেরাপুঞ্জিতে চন্দ্রোদয়৬:১৬ মিনিটে গ্রহণ ১৭ মিনিট ধরে দেখা যাবে। গুয়াহাটিতে চন্দ্রোদয় ৬:০৯ মিনিটে , গ্রহণ দেখা যাবে ১৪ মিনিট। ইটানগরে চন্দ্রোদয় ৬:০২ মিনিটে গ্রহণ ২১ মিনিট ধরে দেখা যাবে। পারাদীপে চন্দ্রোদয় ৬:১৮ মিনিটে , গ্রহণ দেখা যাবে ৫ মিনিট। পোর্টব্লেয়ারে চন্দ্রোদয় ৫:৩৮ মিনিটে , গ্রহণ দেখা যাবে ৪৫ মিনিট। পুরীতে চন্দ্রোদয় ৬:২১ মিনিটে, গ্রহণ দেখা যাবে ২ মিনিট। শিবসাগরে ৫:৫৮ মিনিটে চন্দ্রোদয়, গ্রহণ দেখা যাবে ২৫ মিনিট ধরে। শিলচলে ৬:০১ মিনিটে চন্দ্রোদয়, গ্রহণ দেখা যাবে ২২ মিনিট ধরে।