মনের জোর বোধহয় একেই বলে। ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মুখের কথা নয়। তার ওপর সব বাধা পেরিয়ে ফের টেনিস কোর্টে ফেরার ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করলেন স্পেনের কারলা সুয়ারেজ নাভারো। বিশ্বের প্রাক্তন ৬ নম্বর মহিলা টেনিস তারকা ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে প্যারিসে পৌঁছে গিয়েছেন। তাঁর এই সাহস ও বলিষ্ঠতায় মুগ্ধ হয়েছে বিশ্বের টেনিস মহল।
গত বছরের সেপ্টেম্বরে যখন গোটা দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তখন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কারলা সুয়ারেজ নাভারো। তাঁর শরীরে হডকিনসের লিম্ফোমা ধরে পড়েছিল। পরিস্থিতি প্রথম স্টেজে থাকা মহিলা টেনিস তারকাকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাক্তাররা। ভয়ঙ্কর জীবনযুদ্ধে নেমে পড়েছিলেন স্পেনের তারকা। অদম্য মনের জোর এবং ইচ্ছাশক্তিতে ভর করে জীবনের এই ম্যাচ স্ট্রেট সেটে জিতে গিয়েছেন সুয়ারেজ। ডাক্তারদের পরামর্শ মতোই ফের টেনিস কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই মহিলা টেনিস তারকা।
দুই বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো কারলা সুয়ারেজ নাভারো এক সময় বিশ্ব ক্রমতালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন। দীর্ঘদিন টেনিস কোর্টের বাইরে থাকার কারণে বিশ্ব ক্রমতালিকায় এখন তাঁর অবস্থান ১১৮। এই অবস্থান থেকে সামনের দিকে এগোনোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সুয়ারেজ। আগামী ফ্রেঞ্চ ওপেনে ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন ক্যানসারজয়ী এই মহিলা টেনিস তারকা। এর জন্য শেষ দুই মাস ধরে নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করেছেন কারলা। জানিয়েছেন যে টেনিসই তাঁকে জীবনযুদ্ধ জয়ের শক্তি জুগিয়েছেন।
আইপিএল ২০২১-এর জন্য ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে রদবদলের সম্ভাবনা ক্ষীণ, বলছে রিপোর্ট
করোনা ভাইরাসের আবহে সোমবার অর্থাৎ ২৪ মে থেকে শুরু হয়েছে ফ্রেঞ্চ ওপেন। ইভেন্টের প্রথম রাউন্ডের বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে। ক্লে কোর্টে স্পেনের ওই মহিলা টেনিস তারকা ভাল কিছু করতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে টেনিস বিশ্ব।