উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু থেকে তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস
সকাল নটার আশপাশের সময়ে ইয়াসের ল্যান্ডফল হয় ধামড়ায়। এরপর তা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। দুপুর একটায় ঘূর্ণিঝড়ের ল্যাজও ধামড়া ছুঁয়ে যায়। যার জেরে উত্তর ওড়িশায় আস্তে আস্তে বৃষ্টির প্রকোপ কমতে থাকবে এবং তা বাড়তে থাকবে ঝাড়খণ্ডে। আর ইয়াসও অতি প্রবল থেকে প্রবল হয়ে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খণ্ড এবং এর সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৯
বালুরঘাট ৩০.৮ ( ৩৩.৮)
বাঁকুড়া ২৬.৬ (৩২.৫ )
ব্যারাকপুর ২৮.৪ ( ৩০.৫ )
বহরমপুর ৩৩.৬ (৩৪.২)
বর্ধমান ৩২ ( ৩২)
ক্যানিং ৩০.৬ (৩১.৪)
কোচবিহার ৩৪.৩ ( ৩২.৩)
দার্জিলিং ১৮.১ ( ১৭.৫)
দিঘা ২৭.৯ (২৯.৬)
কলকাতা ৩০.১ (৩০.৬)
মালদহ ৩২ ( ৩০.৪)
পানাগড় ২৮.৬ (৩০.৯)
পুরুলিয়া ২৫.৩ (৩৬.৩ )
শিলিগুড়ি ৩৪.৬ (৩০.৬)
শ্রীনিকেতন ২৯.৬ (৩০.৫)