ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকবাজের হানার জেরে বহু জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । জানা গিয়েছে , অনেককে গুলি করে হত্যাকরার পর আততায়ী নিজেও মারা গিয়েছে। ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। এলাকার শেরিফের তরফে এই খবর জানানো হয়েছে।
এলাকার প্রশাসনের তরফে জানা গিয়েছে, হতাহতের মধ্যে বহুজন রয়েছেন। তবে নির্দিষ্টভাবে কতজন ঘটনায় আক্রান্ত বা মৃত তার সংখ্যা স্থানীয় প্রশাসনের কাছ থেকে স্পষ্ট হয়নি। এখনও প্রশাসনের কাছে এটা ধোঁয়াশা যে এই হত্যাকাণ্ড কীভাবে ঘটল। এমনকি আততায়ী কীভাবে মারা গিয়েছেন, তাও স্পষ্ট নয়। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ৭ টা নাগাদ, সান্টা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটির কাছে রেল ইয়ার্ডে এমন ঘটনা ঘটে যায়।
মূলত স্যান হোস ১ মিলিয় ন বাসিন্দার বসবাস স্থল। আমেরিকার সিলিকন ভ্যালির প্রাণকেন্দ্র এই এলাকা। সেখানে একটি রেল ইয়ার্ডে এমন ঘটনা রীতিমতো আতঙ্কে রেখেছে বাসিন্দাদের। মার্কিন তথ্য প্রযুক্তির অন্যতম হাব এই এলাকা। মার্কিন মুলুকের সবচেয়ে বড় টেক কম্পানিগুলির একটা অংশ এখানে রয়েছে। সেই জায়গা থেকে এই হামলার ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক।