২৬ মে চন্দ্রগ্রহণের রাতে ব্লাডমুন, সুপার মুন, ফ্লাওয়ার মুন একসঙ্গে! জানুন বিস্তারিত

২৬ মে বাংলা ঘূর্ণিঝড় ইয়াসের প্রবল তাণ্ডব কাটিয়ে এবার বুদ্ধপূর্ণিমার রাতের আকাশে ২০২১ সালের চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) দেখার পথে হাঁটছে। সূর্যাস্ত হতেই আজ শহরের চোখ থাকতে চলেছে চাঁদের দিকে। পরিষ্কার আকাশ থাকলে রক্তবর্ণ চাঁদের কিছু ঝলক ভারতবাসী দেখতে পাবে, বলে বহু জ্যোর্তিবিজ্ঞানীর আশা। এদিকে ২৬ মের রাতে একই সঙ্গে ব্লাড মুন, সুপার মুন, ফ্লাওয়ার মুন দেখতে পাওয়ার আসায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

সুপার সাইক্লোনের দিনে সুপার মুন !

ঝরঝঞ্ঝা কাটিয়ে এবার রাতের আকাশে স্নিগ্ধ চাঁদের 'সুপার মুন' রূপ দেখতে তৈরি হচ্ছে দেশ। ভারত সহ এই দৃশ্য বিশ্বের একাধিক দেশে দেখা যাবে। পৃথিবীর যত বেশি কাছে চাঁদ আসে, ততই এর আকার বড় হয়। আর সেই নিয়মেই আজ রাতের চাঁদ 'সুপার মুন'। সুপার সাইক্লোন ইয়াসের ধাক্কা সামলে রাতের আকাশ পরিষ্কার থাকলেই এই দৃশ্য আজ দেখতে পাবেন বাংলার বহু এলাকার মানুষ।

ফ্লাওয়ার মুন কী?

২০২১ সালে য সমস্ত পূর্ণিমা রয়েছে , তার মধ্যে আজ চাঁদ ও পৃথিবীর সবচেয়ে কম দূরত্ব থাকছে। যখন চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, সেই চাঁদকেই ফ্লাওয়ার মুন বলা হয়। আমেরিকার বহু উপজাতি এই চাঁদকে ফ্লাওয়ার মুন বলে আখ্য়া দিয়েছে। মূলত আমেরিকায় বসন্তকালে এই চাঁদ দেখা যায়। সেই সময় সেখানে ফুলের সমাহার থাকে। আর এই কারণেই এমন বিরল চাঁদের রূপকে 'ফ্লাওয়ার মুন' বলা হয়।

চন্দ্রগ্রহণ ২৬ মে

এদিকে, বুদ্ধ পূর্ণিমার রাতে আজ আকাশ অন্ধকার হতেই আংশিক চন্দ্রগ্রহণ ভারতের কিছু কিছু এলাকায় দেখা যাবে। মূলত, চাঁদ , সূর্য ও পৃথিবী একই সরল রেখায় আসলেই এই মহাজাগতিক ঘটনা ঘটে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই তা গ্রহণের আকার নেয়। মূলত পূর্ণিমায় এই গ্রহণ দেখা যায়। মূলত, চাঁদ ও সূর্য পৃথিবীর বিপরীত দিকে থাকলে তখনই পূর্ণিমা দেখা যায়।

ব্লাড মুনের রক্তবর্ণ দৃশ্য

প্রসঙ্গত, ২৬ মে রাতে আকাশের বপকে রক্তবর্ণ চাঁদ দেখা যাবে। ২০২১ সালের প্রথম ব্লাড মুন এটিই। আবার এই বছরের শেষ ব্লাড মুনও এটি। ভারতীয় সময় ৩:১৫ মিনিট থেকে আংশিক গ্রহণ শুরু হয়েছে। আর তার হাত ধরেই আকাশে এই রক্ত বর্ণ চাঁদ আসছে। এই বিরল দৃশ্য আজ আকাশ পরিষ্কার থাকলে , কলকাতা সহ মালদা, লখিমপুর, কোহিমায় দেখা যাবে।

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ শুরু, কলকাতা, মালদা সহ বহু এলাকায় বিরল দৃশ্য কখন দেখা যাবে, জানুন২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ শুরু, কলকাতা, মালদা সহ বহু এলাকায় বিরল দৃশ্য কখন দেখা যাবে, জানুন

More LUNAR ECLIPSE News  

Read more about:
English summary
Chandra Grahan 2021, Super Moon, Blood Moon, Flower Moon togather on 26 May, all you need to know
Story first published: Wednesday, May 26, 2021, 15:32 [IST]