এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বকালের সেরা নজির। নিশ্চিত হয়ে গেল ১৫টি পদক। আজ দুবাইয়ে তিনজন ভারতীয় বক্সার পৌঁছে গেলেন সেমিফাইনালে। তাঁদের মধ্যে রয়েছেন ৫২ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল। ৬৯ কেজির শেষ চারে পৌঁছে গেলেন বিকাশ কৃষ্ণন।
মঙ্গোলিয়ার খারখু এঙ্কমানদাখের কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ চারে উঠেছেন পঙ্ঘল। এই নিয়ে টানা দ্বিতীয়বার তাঁর পদক জয় নিশ্চিত হলো। শুরুটা ভালো না করলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে বাউট জেতেন অমিত। টোকিও অলিম্পিক্সের আগে রিংয়ের এই দাপট নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। এ বছর অভিষেক হওয়া বরিন্দর সিং ফিলিপিন্সের জেরে স্যামুয়েল ডেলা ক্রুজকে বাউটে ৫-০ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। ইরানের মোসলেম মাঘসৌদি মাল আমিরকে ৪-১ ব্যবধানে পরাস্ত করে পদক নিশ্চিত করেন বিকাশ। তিনিও অংশ নেবেন টোকিও অলিম্পিক্সে। ২০১৯ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ১৩টি পদক জিতেছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল।
মঙ্গলবার রাতে যাঁরা সেমিফাইনালে উঠেছিলেন তাঁরা হলেন সঞ্জিত (৯১ কেজি), সাক্ষী (৫৪ কেজি), জেসমিন (৫৭ কেজি) এবং টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা সিমরনজিৎ কৌর (৬০ কেজি)। শিবা থাপাও তার আগে উঠে গিয়েছেন শেষ চারে। এমসি মেরি কম ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন। করোনা জয়ের পর রিংয়ে ফিরে সিমরনজিতের দুরন্ত পারফরম্যান্স নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।