সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে আজ ১০ গ্রামে ৪৯,০৪৯ টাকা। এদিন সকালেই সোনার দাম ১০ গ্রামে ০.৪ শতাংশ বেড়েছে। ফলে ৫০ হাজার টাকার থেকে খানিকটা কম আজ সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দাম যেভাব ৫০ হাজার টাকার গণ্ডির কাছাকাছি গিয়েছে তাতে মাথায় হাত পড়েছে অনেকের।
রুপোর দাম
২৬ মে রুপোর দাম ১ কেজিতে ০.৭ শতাংশ বেড়েছে। সোনার মতোই রুপোর দামও বিয়ের মরশুমে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ১ কেজিতে রুপোর দাম ৭২,৬২২ টাকা হয়েছে আজ। আগের সেশনের থেকে সোনা বেড়েছে ০.৬১ শতাংশ, আর রুপোর দাম বেড়েছে ০.৫১ শতাংশ।
কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৭,৮৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৬৫০ টাকা। প্রসঙ্গত টানা বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম ৫০ হাজারের ঘর পার করেছে।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,৫০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৭০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,৮০০ টাকা। ২৪ ক্যাপেটে মায়ানগরীতে সোনার দাম ৪৭,৮০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,০০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)