দোহায় ভালো ফলের বিষয়ে প্রত্যয়ী সুনীলরা, ফিলিপিন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ

২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা আর নেই ভারতের। তবে ২০২৩ সালে চিনে এশিয়ান কাপে খেলার দিকে পা বাড়াতে দোহায় অনুষ্ঠেয় তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। ভালো ফলের বিষয়ে প্রত্যয়ী সুনীল ছেত্রীরা।

প্রত্যয়ী তারকারা

আজ এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল ভার্চুয়ালি কথা বললেন দোহায় শিবিরে থাকা ভারতীয় দলের সঙ্গে। অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, আমরা সকলেই ভালো ফলের জন্য সেরাটা দিতে প্রস্তুত। ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বলেন, আমাদের দলের আত্মবিশ্বাস ভালোই রয়েছে। আগেও আমরা ভালো খেলে জিতেছি, ফের তেমন কিছু না করতে পারার কারণ নেই। আমাদের দল আগের চেয়ে অনেক ভালোভাবে তৈরি হয়েছে। এটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বলেন, করোনা পরিস্থিতি না হলে হয়তো আমাদের প্রস্তুতি আরও ভালো হতো। কিন্তু আমাদের সকলেরই দলগতভাবে নিজেদের উপর আস্থা রয়েছে। আমরা ভীত নই, এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারব, সেটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।

(ছবি- এআইএফএফ)

প্যাটেলের উৎসাহ

এআইএফএফ সভাপতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুঝে নিতে চাইলেন ভারতীয় দলের প্রস্তুতির অবস্থা। তিনি সকলকে উৎসাহ দিয়ে বলেন সকলে সুস্থ থাকুন। আপনাদের জন্য আমরা গর্বিত। আমরা কাতার সরকারের কাছেও কৃতজ্ঞ, কারণ তাদের দেওয়া অনুমতির ফলেই বাধ্যতামূলক কোয়ারান্টিনে না থেকে অনুশীলন করে দিতে পেরেছে ভারতীয় দল। কঠিন সময়ে স্টিমাচ জৈব সুরক্ষা বলয়ে যেভাবে দলকে প্রশিক্ষণ দিচ্ছেন তাতে তাঁকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্যাটেল। এআইএফএফের ব্যবস্থাপনায় তিনি যে সন্তুষ্ট প্যাটেলের কথায় সহমত পোষণ করে সে কথা জানিয়ে স্টিমাচ বলেন, প্রত্যাশা অনেকই রয়েছে। তবে বাস্তবের পরিবেশ আদর্শ নয়।

(ছবি- এআইএফএফ)

ভারতের প্রতিপক্ষ

৩ জুন এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ৭ তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ। ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। গ্রুপ ই-তে চতুর্থ স্থানে থাকা ভারতের লক্ষ্য তিনে উঠে আসা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের মাটিতে ওমানের কাছে ১-২ গোলে হেরেছিল ভারত। দোহায় কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম সাক্ষাতের ম্যাচগুলি ১-১ গোলে ড্র হয়। দেশের মাটিতে ফিরতি ম্যাচে ওমানের কাছে ১-০ গোলে হেরে যায় ভারত।

(ছবি- এআইএফএফ)

প্রস্তুতি ম্যাচ

৩ জুনের আগেই ফিলিপিন্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ভারতীয় দল। তবে স্থানীয় প্রশাসনের অনুমতি মিললেই সেটা সম্ভব হবে। মার্চ মাসের শেষের দিকে দুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছিল ভারতীয় দল। ওমানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেও সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হেরেছিল হাফ ডজন গোল হজম করে। সেই ম্যাচগুলির থেকে শিক্ষা নিয়েই ভালো কিছু করতে চাইছে ভারত। স্টিমাচের কোচ হিসেবে মেয়াদও বাড়তে চলেছে বলে এআইএফএফ সূত্রে খবর। ভারতের বিরুদ্ধে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না কাতার। দুবাইয়ে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে কাতার পৌঁছাবে আফগানিস্তান। বাংলাদেশের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না কোয়ারান্টিন থেকে অব্যাহতি পাওয়ার অনুমতি না পাওয়ায়।

(ছবি- এআইএফএফ)

More INDIAN FOOTBALL News  

Read more about:
English summary
Indian Football Stars, Including Skipper Sunil Chhetri, Expressed Confidence Of Doing Well In The Joint 2022 World Cup And 2023 Asian Cup Qualifiers. India Set To Play Practice Match Against Philippines.
Story first published: Wednesday, May 26, 2021, 22:44 [IST]